বসন্ত
জানলার পাশে মন খারাপরা বসে পশ্চিমি রোদ মাখছিল...স্মৃতির কার্নিশে তখন..শেষ ছুঁয়ে থাকা,সিলিং ছোঁয়া ঝগড়া,ক্যাডবেরীর রঙীন মোড়ক,হঠাতি শেষ হয়ে যাওয়া একটা ছোট গল্প..সন্ধ্যে নেমে আসে..জানলার ওপারে ল্যাম্পপোষ্টের নীচে..নিয়ন আলোর নীচে হঠাতি তুই এসে দাঁড়াস..বাসন্তী হাওয়ায়...মন খারাপের ট্রেনটা জোরে হুইসল দিয়ে থামে নিশ্চিন্দিপুর স্টেশনে... বসন্ত আসে এভাবে.. মন আর শহরের আনাচেকানাচে... <3