Posts

Showing posts from November, 2016

অগোছালো সুখ

টেবিলে ছড়ানো ফাইলের গায়ে লেগে আছে ব্যস্ততা...হঠাত্ পাশে রাখা ফোনস্ক্রীণে যদি তোর নাম ভেসে ওঠে..😍 কিংবা একটা অকারণে চ্যাটহেডে তুই এসে বসিস😍 হোয়্যাটসয়্যাপ হঠাতি তোর হয়ে ডেকে যায় চুপচাপ..😻 অগোছালো গল্পের গা বেয়ে প্রিন্সেপে সন্ধ্যে নামবে...☺️ ময়দানের কুয়াশা এ হাত থাকবে হাতে...👫 তোর আমার শীত পশমরা কান ফিসফিসে ব্যস্ত থাকবে...💑 আমার ট্রেন চলতে শুরু করলে ওভারব্রীজে হাত দেখাবি তুই..💁 ফেরার পর..তোর জন্য বেলাশেষের কবিতা লিখব..জানলা পাশের খাতায়...✍ এই ইচ্ছেদের মাঝেই শীত আসে আমার শহর ঘেষে..🌅 আমি তোর আদর গোছাই মনের কার্নিশে...❣️

শীতেল বিকেল

শীতের পড়ে আসা রোদ্দুরে ভিক্টোরিয়ার পরীটাকে হঠাতি অচেনা লাগছিল... নুড়ি বিছানো পথের পাশে তোর আলতো ছোঁয়ায় বিকেল দেখছিলাম...পরীটার গায়ে কাঁচা কমলালেবুরঙা একটা রোদ্দুর খেলা করছিল..তারপরেই ঝুপ করে সন্ধ্যে নেমে এল আনমনা পরীর গা বেয়ে...শহুরে যানজটে আটকে গেল কিছু শেষ না হওয়া গল্প...যারা কাল সকালে শহুরে কুয়াশা সরিয়ে মিষ্টি রোদ মাখবে...🌞

চিলতে হাসি

চিলতে হাসি.. :)  তখন সকাল 9টা হবে..শীত কুয়াশার চাদর সরিয়ে ছুটে আসা দত্তপুকুর লোকালটা শেয়ালদার ফিনিশ লাইনে পৌঁছে বেজায় হাফাচ্ছে..রিলে রেসে এবার আমাদের ছোটার পালা..মনের কোণে অগোছালো অগুন্তি ভাবনা..স্টেশন থেকে বেরোতেই নাক ঢেকে গেল চায়ের স্বর্গীয় গন্ধে..আর তার পাশেই ক্যাসেটের পশরা সাজানো দোকানে অরিজিত সিং এর আওয়াজে কান আটকালো.. "জানি স্বপ্ন সত্যি হয়না..তবু মন মানতে চায়না...." সোমবারীয় ব্যস্ততায় বড্ড বেমানান গান...তবু একবার মনে হল অনেকগুলো স্বপ্নভাঙা আছে আমার ঝুলিতেও..কিন্তু সেই ভাঙা টুকরো গুলোর পাশ দিয়ে একটা তিরতিরে সুখস্রোত বয়ে চলে অবিরল..বৃষ্টি পেলে তারা ফুলেফেপেও ওঠে কখনো কখনো...আমার ভাবনাকে সামাল দিতেই যেন পাশের দোকানে শ্রেয়া ঘোষাল গেয়ে ওঠে... "তারা কবে ছেড়ে গেছে বন্দর..আমি পাল্টে নিয়েছি রিংটোন..চল রাস্তায় সাজি ট্রামলাইন..."