চিলতে হাসি

চিলতে হাসি.. :)

 তখন সকাল 9টা হবে..শীত কুয়াশার চাদর সরিয়ে ছুটে আসা দত্তপুকুর লোকালটা শেয়ালদার ফিনিশ লাইনে পৌঁছে বেজায় হাফাচ্ছে..রিলে রেসে এবার আমাদের ছোটার পালা..মনের কোণে অগোছালো অগুন্তি ভাবনা..স্টেশন থেকে বেরোতেই নাক ঢেকে গেল চায়ের স্বর্গীয় গন্ধে..আর তার পাশেই ক্যাসেটের পশরা সাজানো দোকানে অরিজিত সিং এর আওয়াজে কান আটকালো.. "জানি স্বপ্ন সত্যি হয়না..তবু মন মানতে চায়না...."
সোমবারীয় ব্যস্ততায় বড্ড বেমানান গান...তবু একবার মনে হল অনেকগুলো স্বপ্নভাঙা আছে আমার ঝুলিতেও..কিন্তু সেই ভাঙা টুকরো গুলোর পাশ দিয়ে একটা তিরতিরে সুখস্রোত বয়ে চলে অবিরল..বৃষ্টি পেলে তারা ফুলেফেপেও ওঠে কখনো কখনো...আমার ভাবনাকে সামাল দিতেই যেন পাশের দোকানে শ্রেয়া ঘোষাল গেয়ে ওঠে... "তারা কবে ছেড়ে গেছে বন্দর..আমি পাল্টে নিয়েছি রিংটোন..চল রাস্তায় সাজি ট্রামলাইন..."

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ