Posts

Showing posts from August, 2018

তিতির পাখির বাসা

অনেক দিন কথা হয়নি তোমার সাথে, আমরা অনেক দিন এক ছাদের নিচেই, তিতির আস্তে আস্তে বাড়ছে তোমার শরীরে (name, gender decided) আর আমরা দূরে সরছি, অনেক দিন কফি কাপে আড্ডা দিইনি দুজনে, কাল তুমি ঘুমিয়ে পড়ার  পর মাঝরাতে, একটা ফোন এসেছিল, তোমার কোনো কলেজের পুরনো বিশেষ বন্ধু, ডেকে দেওয়াই যেত, আমার মনে হল তোমার মধ্যে তিতির ও ঘুমোচ্ছে নিশ্চিন্তে, সকালে যে যার মতো, ঐ ফোন থেকেই মনটা খারাপ খারাপ, প্রশ্ন উত্তর করাটা ও যে আমাদের স্বভাব বিরুদ্ধ, স্টেশনের ভীরে একটা মেয়ে দাঁড়িয়েছিল রঙিন স্কার্ফ এ, পাশের ছেলেটা সযত্নে ওর দিকে তাকিয়ে, কতদিন তাকাইনি তোমার দিকে, তোমার প্রিয় বর্ষা চলছে শহরে,, কতদিন ভিজিনি আমরা, তোমার চায়ের গন্ধের মাঝে বসে লিখছি তোমায়, তিতির কে টের পাওয়ার পর চা ও কম খাও আজকাল, চিঠি ও দাওনা আমায়, কাল রাতে এই বইটা পড়তে দেখলাম, এর মধ্যেই রাখলাম চিঠিটা, প্লিজ উত্তর দিও..... তোমার সৌমক... আপিস থেকে বাড়ি ফেরে ইরা, ক্লান্তিটা আজকাল বড্ড বেশী, চা খেতে ইচ্ছে করছে, কিন্তু বানাতে ইচ্ছে করছে না, নাহ !! চা না, সৌমক কে দেখতে ইচ্ছে করছে, অনেক দিন, ওকে জড়িয়ে ধরা হয়নি, কাল রাতে দুবার ঘুম থেক