তিতির পাখির বাসা
অনেক দিন কথা হয়নি তোমার সাথে, আমরা অনেক দিন এক ছাদের নিচেই, তিতির আস্তে আস্তে বাড়ছে তোমার শরীরে (name, gender decided) আর আমরা দূরে সরছি, অনেক দিন কফি কাপে আড্ডা দিইনি দুজনে, কাল তুমি ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে, একটা ফোন এসেছিল, তোমার কোনো কলেজের পুরনো বিশেষ বন্ধু, ডেকে দেওয়াই যেত, আমার মনে হল তোমার মধ্যে তিতির ও ঘুমোচ্ছে নিশ্চিন্তে, সকালে যে যার মতো, ঐ ফোন থেকেই মনটা খারাপ খারাপ, প্রশ্ন উত্তর করাটা ও যে আমাদের স্বভাব বিরুদ্ধ, স্টেশনের ভীরে একটা মেয়ে দাঁড়িয়েছিল রঙিন স্কার্ফ এ, পাশের ছেলেটা সযত্নে ওর দিকে তাকিয়ে, কতদিন তাকাইনি তোমার দিকে, তোমার প্রিয় বর্ষা চলছে শহরে,, কতদিন ভিজিনি আমরা, তোমার চায়ের গন্ধের মাঝে বসে লিখছি তোমায়, তিতির কে টের পাওয়ার পর চা ও কম খাও আজকাল, চিঠি ও দাওনা আমায়, কাল রাতে এই বইটা পড়তে দেখলাম, এর মধ্যেই রাখলাম চিঠিটা, প্লিজ উত্তর দিও.....
তোমার সৌমক...
আপিস থেকে বাড়ি ফেরে ইরা, ক্লান্তিটা আজকাল বড্ড বেশী, চা খেতে ইচ্ছে করছে, কিন্তু বানাতে ইচ্ছে করছে না, নাহ !! চা না, সৌমক কে দেখতে ইচ্ছে করছে, অনেক দিন, ওকে জড়িয়ে ধরা হয়নি, কাল রাতে দুবার ঘুম থেকে উঠেছিল, জানা হয়নি কারণ, মনটা খুঁত খুঁত করছিল, অফিস এর সামনে, সৌমকের পুরনো বন্ধু সোহিনীর সাথে দেখা হওয়ায়, মন খারাপটা আরো বেড়েছে, কিন্তু চিঠি লিখতে ও বড্ড ক্লান্ত লাগছে, একবার জড়িয়েই ধরতে হবে, সৌমককে, ঠিক করে ইরা...
কলিং বেল বেজে ওঠে, দরজা খুলেই, সৌমককে জড়িয়ে ধরে ইরা, সৌমক ও ডুবে যায় প্রিয় গন্ধে,
- এক কাপ কফি খাওয়াবে ?? প্লিজ!!!
- নাহ্
-😕
- ম্যাডাম কে চা খাওয়াতে পারি...
- মন পড়া টা ভালই মনে আছে...
-এক কাপ ই করছি, দুজনের জন্য..❤
- রাজী....!!
রান্নাঘরে যাওয়ার পথে, চিঠি টা ডাস্টবিনে ফেলে দেয় সৌমক, নতুন করে লিখতে হবে এটা,
আলকোচে হেসে ওঠে ইরা, নিজের মাথায় হালকা গাট্টা মারে,
দুজনে ঘেষাঘেষি করে বারান্দায় এসে বসে, এক কাপ চা নিয়ে, বৃষ্টির হালকা ছাট লাগে ওদের গায়ে....,
তিতির ও হেসে ওঠে, ওরা দুজনেই টের পায়...!!!😊
তোমার সৌমক...
আপিস থেকে বাড়ি ফেরে ইরা, ক্লান্তিটা আজকাল বড্ড বেশী, চা খেতে ইচ্ছে করছে, কিন্তু বানাতে ইচ্ছে করছে না, নাহ !! চা না, সৌমক কে দেখতে ইচ্ছে করছে, অনেক দিন, ওকে জড়িয়ে ধরা হয়নি, কাল রাতে দুবার ঘুম থেকে উঠেছিল, জানা হয়নি কারণ, মনটা খুঁত খুঁত করছিল, অফিস এর সামনে, সৌমকের পুরনো বন্ধু সোহিনীর সাথে দেখা হওয়ায়, মন খারাপটা আরো বেড়েছে, কিন্তু চিঠি লিখতে ও বড্ড ক্লান্ত লাগছে, একবার জড়িয়েই ধরতে হবে, সৌমককে, ঠিক করে ইরা...
কলিং বেল বেজে ওঠে, দরজা খুলেই, সৌমককে জড়িয়ে ধরে ইরা, সৌমক ও ডুবে যায় প্রিয় গন্ধে,
- এক কাপ কফি খাওয়াবে ?? প্লিজ!!!
- নাহ্
-😕
- ম্যাডাম কে চা খাওয়াতে পারি...
- মন পড়া টা ভালই মনে আছে...
-এক কাপ ই করছি, দুজনের জন্য..❤
- রাজী....!!
রান্নাঘরে যাওয়ার পথে, চিঠি টা ডাস্টবিনে ফেলে দেয় সৌমক, নতুন করে লিখতে হবে এটা,
আলকোচে হেসে ওঠে ইরা, নিজের মাথায় হালকা গাট্টা মারে,
দুজনে ঘেষাঘেষি করে বারান্দায় এসে বসে, এক কাপ চা নিয়ে, বৃষ্টির হালকা ছাট লাগে ওদের গায়ে....,
তিতির ও হেসে ওঠে, ওরা দুজনেই টের পায়...!!!😊
Comments
Post a Comment