Posts

Showing posts from March, 2020

Isolated Episode_6

Image
Outside- Afternoons be like, favourite pages on repeat mode... 🌷 Inside- I'm missing him, like hell Yaar 💔

আইসোলেটেড এপিসোডস_৫

Image
- (ফোন রিং) - কিরে তোরা মা মেয়ে কেমন আছিস? - ও, বড় মামা, বলো, কেমন আছো? - আমরা তো আছি, এই ঘরবন্দী, আছিস কেমন তোরা?? - আমরাও ওই এক ই। - তিতির এর অফিস ও তো বন্ধ, নাকি?? - হ্যাঁ, সে ও বন্দী, ছটফট করছে কেমন দেখো না, - তা কি করছে সারাদিন?? গল্পের বই নাকি?? - হ্যাঁ তা তো আছেই, অনেক অকাজ ও করছে, - তাই নাকি? যেমন? - এই রুটি গোল করার চেষ্টা করছে, চাউ সিদ্ধ করার চেষ্টা করছে, আর কি। - তা ভালোই করছে, ঘরে টিকতে তো হবে। খেয়াল রাখিস ওর। আর তুই ও একদম এ বেরোসনা। - হ্যাঁ তোমরাও, - সব ঠিক হয়ে গেলে, একদিন ঘুরে যাস। - হ্যাঁ, রাখলাম।

আইসোলেটেড এপিসোডস_৪

Image
হ্যাঁ, এইভাবেই ব্যথা এসেছে, ব্যথা গেছেও, মলম লেগেছে ক্ষতয়, আর আমরা সবাই এভাবেই সামনে তাকিয়ে থেকেছি । সব মিটে গেলে একদিন, পাহাড় যাবো, নাক ফুটোবো, তার আগে নয় একদিন প্রিন্সেপ এ বসে ঝগড়া করবো, আবার কাজল লাগাবো, বোগেনভিলিয়া গাছটার নিচে ফটো তুলে প্রোফাইল পিকচার লাগাবো, দু লাইন ক্যাপশন লিখে দিবি তো রে?? তারা খসা দেখবো নদীর পারে বসে, আবার সেলফি তুলবো, স্বপ্ন বুনবো, সোয়েটারের পকেটে হাত রাখবো, ছাতা উল্টে যাবে ঘোর বৃষ্টিতে, তার আগে শুধু আরেকটু অপেক্ষা, আরেকটু চিলেকোঠার ছাদে বসে একলা সন্ধেয় ভিনদেশি তারা নতে হবে, ব্যাস এটুকুই যা অপেক্ষা।।

আইসোলেটেড এপিসোডস_৩

Image
- (ফোন রিং) - হ্যালো, বল রে, মাস পাঁচেক পর মনে পড়লো তবে?? - হ্যাঁ ওই আর কি, এমনিতে কাজকর্মে আইসোলেটেড থাকি, এখন তো কাজ ও নেই, তো কি করছিস বল?? - জিও টিভি তে মহাভারত দেখছি, বিকেলে ছাদে গান গাইছি, আর কি জানি কি করছি, তুই?? - আমিও ওরকমই, এইত্ত ছাদেই বসে। - এই রোদে?? - আরে আমি একা নই, কিছু বইপত্র আর কিছু পাণ্ডুলিপিরাও আছে যারা বই হতে পারত, ওদের সাথেই রোদ পোহাচ্ছি। - পাণ্ডুলিপি মানে, তোর সেই লেখার খাতাগুলো? - হ্যাঁ রে।। - তা হতে পারত বলছিস কেন?? ওরাও বই হবে তো?? - হ্যাঁ, পৃথিবী থাকলে, পড়ার লোক থাকলে অবশ্যই হবে একদিন। - হ্যাঁ, ইয়ার! লেটস হোপ ফর দি বেস্ট।। - চ টাটা, টেক কেয়ার।। - ওকে বাই, স্টে হোম, স্টে সেফ।।

আইসোলেটেড এপিসোডস_২

Image
- খেতে বসেও ফোন টা লাগবে তোর?? - আররে দাঁড়াও না, বলছি ওই একটা ফটো নেব - মানে? এই আলুসিদ্ধ, ডাল, ভাতের ছবি??? - আরে মা তুমি জানোনা, এখন তো এটাই ফটোজেনিক। - তাই নাকি?? তোরা পারিস ও, মরতে বসেও ফটোজেনিক 🙄 - তুমি কি বুঝবে, জানেমান, এই মায়া হাতে মাখা তুলতুলে স্বর্গ আর ঐ তোমার হাতের ছোঁয়ার অমৃত ডাল, ধারে কাছে আসবে কেউ?? - তবে যে শেষ দিনের অফিস ফেরত, চিংড়ি মালাইকারি না কিসের কথা বলছিলি, ওসব গুজব নাকি?? - offo, সে যাই হোক, এই একুশ দিন গুজবে কান দিওনা, আতঙ্ক থুড়ি লোভ ছড়িও না প্লিজ।। আর এক হাতা ডাল দাও দিকি।।

আইসোলেটেড এপিসোডস

Image
- কি রে ভুলে যাচ্ছিস তো পুরোই, - না রে - তবে?? একদম ই ফোন মেসেজ নেই যে, তোকে এরম মানায় নাকি ? - বেশ ভয় হচ্ছে। - আবার?? বলছিনা এভাবে ভাবিসনা!! - অন্য কিভাবে ভাবব ? - আররে শোননা... - দূরত্ব প্রেম তো কমিয়ে আনলি, প্রকৃতির উলটো দিকে এভাবে কতদিন হাঁটবো?? - সব ঠিক হয়ে যাবে তো শিগগীর... - আর পৃথিবী টাই না থাকলে ?? - তোকে হেরে যাওয়া মানায়না। - তোর চিঠি গুলো সাজিয়ে রোদ পোহাচ্ছিলাম আজ, সবে তো বছর দুয়েক আমরা বল, আর এখন ই.... - দুশো হবো ঠিক, দেখিস... - সব চুকে বুকে যাবে বল? -একটা চিঠি সত্যি হয়েছে, বাকিগুলো বাকি তো বল?? - তোর মনে আছে?? হ্যাঁ, শুধু পাহাড় টা ঘোরা হয়েছে, - কত কি বাকি, দেওয়াল রং, সমুদ্র, দোলনা, আর.... - সব ঠিক হয়ে যাবে দেখিস।।

"নারী চরিত্র বেজায় জটিল"

ওদের বোধ হয় কখনোই বোঝা হয়ে ওঠেনা, আপনাদের বলুন?? অনেক সময় হয়তো সবটা জানাও হয়ে ওঠেনা।। এই যেমন সকালের এলার্ম টা পিছিয়ে দিয়ে খুশি হয় ওরা, কিংবা ভোর ৩টে ঘুম ভেঙে, আর কতটা ঘুমনো যায়, মেপে নিয়ে খুশি হয় ওরা। বাথরুমের দেয়ালে টিকটিকি দেখে, মাঝে মাঝে নকল চিৎকার করতে ও পছন্দ করে। আপনার সুপ্রভাত এর মেসেজ টা, একটু দেরিতে এলে রেগে যায় ওরা। চকোলেট সবটা খেয়ে নেওয়ার পর, প্যাকেট এর গায়ের ফ্যাট মেজর করে ভয় পায় ওরা। মাঝে মাঝে, মেকআপ না করে, রোদ মাখতে ভালো লাগে ওদের। কোনো একদিন সবাইকে না বলে একলা বেড়াতে যেতে ইচ্ছে করে ওদের। অন্য মেয়ের ছবিতে আপনাদের অহেতুক হৃদয় বিদারক মন্তব্য কিংবা রিয়্যাক্ট এ মেঘ জমে ওদের মনে। ওদের সামনে অন্য কারোর প্রশংসা আপনার বিপদের কারণ হতে পারে। খুব ঝড়ের সময় আপনার থেকে অহেতুক একটা মেসেজ না পেলে, ওদের ভেতর বৃষ্টি নামে। জানেন, রোজ সকালে রুটিন মেপে রান্না চাপাতে ইচ্ছে করেনা ওদের? এক আধটা রোববার সকালে আপনার হাতের অখাদ্য চা খেতেও ইচ্ছে হয় ওদের। মেঘলা আকাশে লালচে ঘুড়ি দেখলে ওদের হয়তো আপনার কথা মনে পড়ে। হঠাৎ কোনো বিকেলে ভোঁ কাট্টা শুনে, হয়তো বা একটু ডুকরে কেঁদে ওঠে, আপনি খবর