Posts

Showing posts from December, 2018

উত্তুরে হাওয়া

এইসব ভিজে যাওয়া শীত সন্ধ্যেরা নিষিদ্ধ ভাবনাদের ফেরত নিয়ে আসে,  আমার তোমার কথা মনে পড়ে, হাজার বারণ পেরিয়ে....  কথা দিইনি আমরা কোনোদিন, কারণ আমরা জানতাম কথা দেওয়া হয়,না রাখার জন্যই... তবু তুমি বলেছিলে- একদিন এমন আসবে, চাকরি টা পেয়ে গেলেই হোয়াটসঅ্যাপ এ আমাদের ছবি লাগাবে তুমি, তোমার গল্প লেখার, কলম থাকবে আমার হাতে। তোমার মুছে যাওয়া আড়াই বছরের থেকে আলাদা হবে, আমাদের রূপকথা।। প্রিন্সেপে ফুচকা কম্পিটিশন, ওটাও মনে আছে তো,?? তোমার গীটার বেজে উঠত আমার কবিতায়, পুজোর খুনসুটি, আরসালান, আমার বাড়ি ফেরত মেসেজ এ লেগে থাকত তোমার অপেক্ষা।। এখন আর কিছুই নেই, ছুঁয়ে থাকা বলতে একে অপরকে জন্মদিনের ছোট্ট মেসেজ।। একটার পর একটা, চাকরি না পাওয়ার খবর দিতে দিতে, তুমি একদিন যোগাযোগ বন্ধ করলে..  বলেছিলে, আমার বরের সাথে একদিন চা কিংবা আমার রান্না করা খিচুড়ির আড্ডায় বসবে, তুমি জানতে, আমার অভিমান।। আমি ও সেদিনই মুখ ফিরিয়ে নিয়েছিলাম অভিমান এ!! আজ শুধু এই উত্তুরে হাওয়া, নিষেধ মানলনা, তোমার ভাবনারা আবার এলোমেলো করল একান্তে...❤️

অপ্রেমিকা

আমি একা থাকতে পারিনা একদম, একলা উবার রাইড তো কোনোভাবেই নয়, তবুও সেদিন একটা অগত্যা জুড়ে দিল জীবন, আর আমি একলা ঐ ছোট্ট গাড়িটায়, তাও আবার নেমন্তন্ন এ যাচ্ছি বলে বেশ সেজেগুজে, একটাও আমায় মানায়না, বেশ জানি!!! আমি আদ্যোপান্ত একটা এলোমেলো মেয়ে, বাস ট্রামের খোলামেলা ভীরে যে নিজেকে হারিয়ে ফেলতে পারে সহজেই, এহেন আমার, আজকের এই একলা রাইডে নিজেকে হঠাৎ খুব অচেনা লাগছিল, হেডলাইট আর ট্রাফিক লাইটের মায়াবী আলোর মাঝখানে দাঁড়িয়ে, খুব কষ্ট হচ্ছিল আমার, নিজের জন্য, এক হঠাৎ হারিয়ে যাওয়া প্রেমিকার মত, যে কথা দিয়েও রাখতে পারেনি, এলোমেলো চুলের ছেলেটাকে ভালোবেসেছে কিন্তু ভালো রাখতে পারেনি এক ছাদের নিচে। বহুদিন পর ঝকঝকে বিদেশি জীবন থেকে ফিরে তাকে বড্ড মনে পড়ছিল, সে কি এখন ও, অতটাই ভালোবাসা গুছিয়ে রেখেছে...? আমি পৌঁছে গেছি, ড্রাইভার দাদাটা ডাকল। ধূলো উড়ছে আমার প্রিয় শহরের হাওয়ায়। আমায় যে ছাদ বাঁধতেই হবে, আমাদের ছাদ!!!! তোর গলা শোনার ইচ্ছে হল হঠাৎ....