উত্তুরে হাওয়া

এইসব ভিজে যাওয়া শীত সন্ধ্যেরা নিষিদ্ধ ভাবনাদের ফেরত নিয়ে আসে,  আমার তোমার কথা মনে পড়ে, হাজার বারণ পেরিয়ে....

 কথা দিইনি আমরা কোনোদিন, কারণ আমরা জানতাম কথা দেওয়া হয়,না রাখার জন্যই...
তবু তুমি বলেছিলে- একদিন এমন আসবে, চাকরি টা পেয়ে গেলেই হোয়াটসঅ্যাপ এ আমাদের ছবি লাগাবে তুমি, তোমার গল্প লেখার, কলম থাকবে আমার হাতে। তোমার মুছে যাওয়া আড়াই বছরের থেকে আলাদা হবে, আমাদের রূপকথা।।

প্রিন্সেপে ফুচকা কম্পিটিশন, ওটাও মনে আছে তো,?? তোমার গীটার বেজে উঠত আমার কবিতায়, পুজোর খুনসুটি, আরসালান, আমার বাড়ি ফেরত মেসেজ এ লেগে থাকত তোমার অপেক্ষা।।

এখন আর কিছুই নেই, ছুঁয়ে থাকা বলতে একে অপরকে জন্মদিনের ছোট্ট মেসেজ।। একটার পর একটা, চাকরি না পাওয়ার খবর দিতে দিতে, তুমি একদিন যোগাযোগ বন্ধ করলে..  বলেছিলে, আমার বরের সাথে একদিন চা কিংবা আমার রান্না করা খিচুড়ির আড্ডায় বসবে, তুমি জানতে, আমার অভিমান।। আমি ও সেদিনই মুখ ফিরিয়ে নিয়েছিলাম অভিমান এ!!

আজ শুধু এই উত্তুরে হাওয়া, নিষেধ মানলনা, তোমার ভাবনারা আবার এলোমেলো করল একান্তে...❤️


Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর