অপ্রেমিকা

আমি একা থাকতে পারিনা একদম, একলা উবার রাইড তো কোনোভাবেই নয়, তবুও সেদিন একটা অগত্যা জুড়ে দিল জীবন, আর আমি একলা ঐ ছোট্ট গাড়িটায়, তাও আবার নেমন্তন্ন এ যাচ্ছি বলে বেশ সেজেগুজে, একটাও আমায় মানায়না, বেশ জানি!!!
আমি আদ্যোপান্ত একটা এলোমেলো মেয়ে, বাস ট্রামের খোলামেলা ভীরে যে নিজেকে হারিয়ে ফেলতে পারে সহজেই,
এহেন আমার, আজকের এই একলা রাইডে নিজেকে হঠাৎ খুব অচেনা লাগছিল, হেডলাইট আর ট্রাফিক লাইটের মায়াবী আলোর মাঝখানে দাঁড়িয়ে, খুব কষ্ট হচ্ছিল আমার, নিজের জন্য,

এক হঠাৎ হারিয়ে যাওয়া প্রেমিকার মত, যে কথা দিয়েও রাখতে পারেনি, এলোমেলো চুলের ছেলেটাকে ভালোবেসেছে কিন্তু ভালো রাখতে পারেনি এক ছাদের নিচে। বহুদিন পর ঝকঝকে বিদেশি জীবন থেকে ফিরে তাকে বড্ড মনে পড়ছিল, সে কি এখন ও, অতটাই ভালোবাসা গুছিয়ে রেখেছে...?


আমি পৌঁছে গেছি, ড্রাইভার দাদাটা ডাকল। ধূলো উড়ছে আমার প্রিয় শহরের হাওয়ায়। আমায় যে ছাদ বাঁধতেই হবে, আমাদের ছাদ!!!!
তোর গলা শোনার ইচ্ছে হল হঠাৎ....

Comments

Post a Comment

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর