নির্ঝঞ্ঝা 🌪️
কবির ভাষায়, "দূরে কোথাও প্রেম হয়েছে, আমরা ভাবি সাইক্লোন।।" ঠিক তাই, গত ২০শে মে -র আগে আমাদের মতো আপামর সাহিত্যপ্রেমীর কাছে সাইক্লোনের মানে বলতে শ্রীজাতর কবিতার পঙক্তিই মনে আসত। আর affected কথাটা শুনলে হয়তো বা মনে পড়ত কবির সিং ছবির সেই লাইন টা; .... aur agar usko kuch bhi hua na; toh i'll be the most fucking affected .. হ্যাঁ এইভাবেই আজ আমরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি, শুধুই আমার চারপাসটুকু নিয়েই সারাদিনের ব্যস্ততা, তাই তো আমফান চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দিয়ে যাওয়ার পর ও আমরা আমাদের কারেন্ট, আমাদের জল, আমাদের নেটওয়ার্ক, আমার ক্ষতি, আমার কি কি ক্ষতি হতে পারত, কিংবা আমার কিভাবে চলবে নিয়েই এখনো ব্যস্ত।। আমিও খুব একটা ব্যতিক্রম নই।। তবু বাড়ির নিরাপদ ছাদের নিচে বসে আছি বলেই, আপামর বিপর্যস্ত মানবজাতি, বন্যপ্রাণী আর উদ্ভিদজাতির প্রতি নিতান্ত অপ্রয়োজনীয় একফোঁটা সমবেদনা জানানোর ইচ্ছে হল।। হাওয়া অফিস তো, এমন ই গুজব রটায়, টিভি রেডিওয় বেয়ে আসে সতর্ক বাণী, কোলের ছেলেটা কাঁদলে পেটের টানে, ঝড় কে আমি টুঁটি টিপে দিতে জানি।। এমন ভাবেই কেটে যাচ্ছিল বেশ, ঝড়বাদলের মিথ্যে প্র