Posts

Showing posts from May, 2020

নির্ঝঞ্ঝা 🌪️

Image
কবির ভাষায়, "দূরে কোথাও প্রেম হয়েছে, আমরা ভাবি সাইক্লোন।।" ঠিক তাই, গত ২০শে মে -র আগে আমাদের মতো আপামর সাহিত্যপ্রেমীর কাছে সাইক্লোনের মানে বলতে শ্রীজাতর কবিতার পঙক্তিই মনে আসত। আর affected কথাটা শুনলে হয়তো বা মনে পড়ত কবির সিং ছবির সেই লাইন টা; .... aur agar usko kuch bhi hua na; toh i'll be the most fucking affected .. হ্যাঁ এইভাবেই আজ আমরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি, শুধুই আমার চারপাসটুকু নিয়েই সারাদিনের ব্যস্ততা, তাই তো আমফান চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দিয়ে যাওয়ার পর ও আমরা আমাদের কারেন্ট, আমাদের জল, আমাদের নেটওয়ার্ক, আমার ক্ষতি, আমার কি কি ক্ষতি হতে পারত, কিংবা আমার কিভাবে চলবে নিয়েই এখনো ব্যস্ত।। আমিও খুব একটা ব্যতিক্রম নই।। তবু বাড়ির নিরাপদ  ছাদের নিচে বসে আছি বলেই,  আপামর বিপর্যস্ত মানবজাতি, বন্যপ্রাণী আর উদ্ভিদজাতির প্রতি নিতান্ত অপ্রয়োজনীয় একফোঁটা সমবেদনা জানানোর ইচ্ছে হল।। হাওয়া অফিস তো, এমন ই গুজব রটায়, টিভি রেডিওয় বেয়ে আসে সতর্ক বাণী, কোলের ছেলেটা কাঁদলে পেটের টানে, ঝড় কে আমি টুঁটি টিপে দিতে জানি।। এমন ভাবেই কেটে যাচ্ছিল বেশ, ঝড়বাদলের মিথ্যে প্র

ঠাকুরের জন্মদিনে 💐

Image
নমস্কার। আমার নাম... আজ বরং ছদ্মনাম টাই ব্যবহার করি, আমি মোহনা চ্যাটার্জি, আজ পঁচিশে বৈশাখ, আমার প্রাণের ভীষণ কাছের এক ঠাকুরের জন্মদিন, মা অনেকসময় আমাকে বলে, পাড়ার অন্য মেয়েদের মতো আমি ফল কেটে , নকুলদানা সাজিয়ে ঠাকুরকে পুজো দিনা, কিংবা প্রদীপ জ্বেলে, নিয়ম মেনে সন্ধেটাও না, একেবারে দিনা তা নয়, তবে বেশিরভাগ টাই কালেভদ্রে, আমার বাড়ির মূর্তিগুলোর ও মনে নেই শেষ ঠিক কবে আমি ওনাদের পাত পেরে খেতে দিয়েছিলাম। সে যাই হোক, আজকের দিনটা আমার সত্যি পুজো মনে হয়, ভোর থেকেই নাকে একটা ধুপ জুঁই ফুল মেশা গন্ধ, আমার সঞ্চয়িতার ভেতর ও পাই এই গন্ধটা। এই ঠাকুরের কাছে আমি মাঝে মধ্যে গল্প করতে বসি, একা। এই যেমন আজ বসেছি। আর খুব সুক্ষভাবে ভেবে দেখেছি, আমার মনের একদম অন্ধকার কোনগুলোর হদিস শাহরুখ খান নয়, এই ঠাকুরের কাছেই থাকে।। ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, ওনাকে না হারমোনিয়ামে বাধা যায়, না গিটারে, না সময়ে না মনে। বাঁধন আমার ও খুব একটা ভালো লাগেনা। চাকুরিজীবি, আধুনিকা, রুচিশীল, সংস্কৃতি মনস্কা এক নারী, আমি। যে প্রেম কে চিৎকার করে স্বীকার করতে জানে, গোলাপের চেয়ে রডোডেনড্রোন বেশী পছন্দ যার,যে পিছনে ফেরা পছ

মহারাজা তোমারে সেলাম।।🌸

Image
ওহে, গবেষক, শুনলাম নাকি আছড়ে পড়েছে মহামারী, আজ্ঞে মহারাজ, মহা নয় আর, হু এর ভাষায় এখন অতিমারী।।/ আল্লা, ভগবান, যীশু সব ঘুমলো নাকি শেষে? আজ্ঞে,  ডাক্তার, বদ্যি আছে, ওরাই তো এখন ভগবান সব দেশে।।/ প্যানডেমিকের চীন ই নাকি আঁতুড়?? কি যে বলেন নাটের গুরু ওই হারামি এক বাদুড়।।/ তো নাম কি এই মহান জীবাণুর, যার বিরুদ্ধে সবাই মিলে ফাইটিং, আজ্ঞে মহারাজ, ভালোবেসে সবে নাম রেখেছে, মহান কোভিড নাইনটিন।।/ তা কি করে সে? একটু সবিস্তারে বলোনা, আজ্ঞে মহারাজ, চুপিসারে ছড়িয়ে ফেলে করোনা।।/ শুনছি নাকি তেনার দাপটে, ট্রাম্প মশাই ও কাত?? আজ্ঞে মহারাজ, পুঁজি আর বাদ আলাদা এখন, ভ্রষ্ট পুঁজিবাদ।।/ ইতালি, স্পেন, ফ্রান্স, জাপান সবাই নাকি ধুঁকছে? জি মহারাজ, সব দেশেতেই মৃতের সংখ্যা, লাখের দিকে ছুটছে।।/ এ যে দেখি রাজরোগ, বাদ যায়না রাজা, সেনাপতি, মন্ত্রী, আজ্ঞে মহারাজ, শুনেছি নাকি, আক্রান্ত ছিলেন, ব্রিটেন প্রধানমন্ত্রী।।/ বল কি হে, তবে বাঙালি বিলেত যায়না আর?? না  মহারাজ, এখন সবাই খবর লুকায়,  বিলেত থেকে ফেরার।।/ এসব থেকে মুক্তি কিসে, আই মিন হাউ টু বী ফাইন?? আজ্ঞে, আপাতত উপায় বলতে, আইসোলেটেড কোয়ারেন্টাইন।।/ আ