মহারাজা তোমারে সেলাম।।🌸

ওহে, গবেষক, শুনলাম নাকি আছড়ে পড়েছে মহামারী,
আজ্ঞে মহারাজ, মহা নয় আর, হু এর ভাষায় এখন অতিমারী।।/
আল্লা, ভগবান, যীশু সব ঘুমলো নাকি শেষে?
আজ্ঞে,  ডাক্তার, বদ্যি আছে, ওরাই তো এখন ভগবান সব দেশে।।/
প্যানডেমিকের চীন ই নাকি আঁতুড়??
কি যে বলেন নাটের গুরু ওই হারামি এক বাদুড়।।/
তো নাম কি এই মহান জীবাণুর, যার বিরুদ্ধে সবাই মিলে ফাইটিং,
আজ্ঞে মহারাজ, ভালোবেসে সবে নাম রেখেছে, মহান কোভিড নাইনটিন।।/
তা কি করে সে? একটু সবিস্তারে বলোনা,
আজ্ঞে মহারাজ, চুপিসারে ছড়িয়ে ফেলে করোনা।।/
শুনছি নাকি তেনার দাপটে, ট্রাম্প মশাই ও কাত??
আজ্ঞে মহারাজ, পুঁজি আর বাদ আলাদা এখন, ভ্রষ্ট পুঁজিবাদ।।/
ইতালি, স্পেন, ফ্রান্স, জাপান সবাই নাকি ধুঁকছে?
জি মহারাজ, সব দেশেতেই মৃতের সংখ্যা, লাখের দিকে ছুটছে।।/
এ যে দেখি রাজরোগ, বাদ যায়না রাজা, সেনাপতি, মন্ত্রী,
আজ্ঞে মহারাজ, শুনেছি নাকি, আক্রান্ত ছিলেন, ব্রিটেন প্রধানমন্ত্রী।।/
বল কি হে, তবে বাঙালি বিলেত যায়না আর??
না  মহারাজ, এখন সবাই খবর লুকায়,  বিলেত থেকে ফেরার।।/
এসব থেকে মুক্তি কিসে, আই মিন হাউ টু বী ফাইন??
আজ্ঞে, আপাতত উপায় বলতে, আইসোলেটেড কোয়ারেন্টাইন।।/
আইসোলেটেড?? আহা!!আমাদের এই ভোগবাদীদের জীবন!!
জি মহারাজ, ওটাই এখন সবচেয়ে সরল মৃত্যু সেবন।।/
এ তো গেল বিদেশ বিভূঁই, দেশের কেমন গতি?
আজ্ঞে, আলো জ্বালা আর থালা পেটা ছাড়া, এখন ও নীরব মোদি।।/
ওসব ছাড়ো, সব মিলিয়ে মৃত্যু কত হলো?
তা মহারাজ সর্বসাকুল্যে ওই বারশোর ঘর ছুঁলো।।/
কি বলো হে, অনেক কম তো, যা বুভুক্ষের দেশ,
ঠিক মহারাজ প্রধানমন্ত্রীর লকডাউন টা কন্ট্রোল করছে বেশ।।/
তা, নতুন কি আমদানি করল, এই মহান প্যানডেমিক?
জি মহারাজ, ওয়ার্ক ফ্রম হোম, আর সঙ্গে আন একাডেমি।।/
আর রপ্তানি? সে ও কি হচ্ছে? বল তো স্যাঙ্গুইন,
হ্যা মহারাজ, মহান ওষুধ, হাইড্রোক্লোরোকুইন।।/
কি বলো হে, এই ওষুধই বিনাশ করবে নাকি?
না মহারাজ, ভ্যাকসিনের আগে, তবু যতটা ঠিক থাকি।।/
তা আর কি করছে, দেশের মানুষ, টু এভয়েড দি টাচ,
আজ্ঞে, মাস্ক পড়ছে, রং বেরঙের, করছে স্যানিটাইস।।/
বলো কি হে, স্যানিটাইজার??ওই বস্তিবাসীও মাখছে??
না মহারাজ, ওরা নাকি ঘুমের মধ্যেও শুধু ভাতের গন্ধ পাচ্ছে।।/
বিদেশ ফেরত শ্রমিক যত, ওরাই নাকি, সংক্রমণে দায়ী??
তা মহারাজ, হট টপিক তো, ওরাই এখন, শ্রমিক পরিযায়ী।।/
তা, কোনটা এখন টক অফ দি টাউন?
আজ্ঞে,এখন সব ই নাটক , চলছে লকডাউন।।/
আবার তুমি ভাট বকছ, নাটক কেন চলবে?
জি মহারাজ, প্রতিযোগিতা, মৃতের সংখ্যা সঠিক টা কে বলবে??/
বল কি হে, এমন ও হয়? মৃত্যু খবর ও চাপছে?
উঁহু, ওটা কোমরবিডিটি। বিতরণের চাল ও শুনি ঝাপছে।।/
তা কেমন আছে, বাঙালির সব সাঙস্কৃতিক মন?
আজ্ঞে মহারাজ, বিভক্ত সবাই, রেড, অরেঞ্জ, গ্রিন জোন।।/
বল কি হে, তারা সবাই ঘরেতে কি ডুইং?
আজ্ঞে রান্না শিখছে, মিম করছে, রিপিটে শ্রীময়ী।।/
এলেম আছে, মারণরোগের, হপ্তান্তের আউটিং বাদ! আড্ডা?
জি মহারাজ, ঐটাও বাদ, সত্যি শুধু, পুলিশ কাকুর ডান্ডা।।/
ভালো খবর কিছুই দেখি, নাই যে তোমার ঝুলিতে,
আজ্ঞে মহারাজ, দূষণ কমছে, ডলফিন আসছে পুরীতে।।/
মানুষ যদি নাই আর থাকে, ডলফিন কে দেখছে??
আজ্ঞে, চিন্তা করবেন না, প্রতিষেধক আনার ও চরম কম্পিটিশন চলছে।।/
তা সৃষ্টিকর্তার জন্মদিনে, তুমিও একবার করোনা বাপু চেষ্টা।
আজ্ঞে, আপনিও নয় চলুন সাথে, সুন্দর হোক, এই গল্পের শেষটা।।/
বেশ তাই চলো, সবাই বাড়িতে থাকুন, এবার বরং আসি,
আজ্ঞে,! এলাম তবে আমরা দুজন ই আপনাদের এখন ও বড্ডো ভালোবাসি।।/

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ