আদরবাসা

তোর সঙ্গে প্রথম কথা মেসেঞ্জারের নীলচে আলোয়,
য়্যালকোহল আর শাহরুখ খানের গল্প ঘেঁষে, তোর লেখাতে মন পিছলোল ...
চুপই ছিলাম, তুইও হাজার দুয়েক মাইল দূরে
তবুও মনের শান্ত ঝড়ে, কাছেই কোথাও তোর ই নামের মেঘ ডাকল।।

শহর তখন শীত আদুরে, সন্ধ্যে রঙের মেঘের নীচে,
ঘোর কুয়াশায়, আমি তখন অফিস ফেরত, একলা ট্রেনে..
জরুরী ডাক, তোর সাথে ঢের কথা আছে,
তুইও জানতি , বিকেল শেষের রূপকথারাও তোর জন্যই অপেক্ষাতে.।।

তবুও এই হাজার দুয়েক মাইল, পেরোতে যে সময় লাগে মনের,
তা টের পেলাম এই বছরের শীতে, তোর ভেতরের রুমিও জানে কিছু...
আমার দু'চোখ মেঘলা হঠাৎ, বৃষ্টি নামার আগের মতন,
আবার কবে ফিরবি শহর, আর কতবার একলা হব, এসব ভেবেই তোর ই পিছু।।

তারপর সব আগুন রঙের, মন খারাপের সাদা পাতায়, ক্রেয়ন আঁকা নতুন ছবি..
আদর ভেজা শরীর জুড়ে, বেহাগ বাজে, কাছে..দূরে...,
প্রশ্নবোধক, দারির মাঝে, কতটা সুখ লুকিয়ে থাকে, খবর রাখে মনের শরীর....
ক্যাসেট  রিলে চৌরাসিয়ার বাঁশির মতো স্নিগ্ধ সুরে....||

এখন ও আদর ছড়িয়ে আছে, বুকের মাঝের নীলচে খাঁজে...
তাইতো হাজার মন খারাপেও কোথাও একটা আদর বাজে,
আলতো করে গালিব বাজে,।।

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর