মাঝরাতের গল্প 😴

আঙুল ছুঁয়ে জীবন শেখাও তুমি, শীতের রোদে পেয়াজ কলির মতো..
রাত পোশাকে জড়িয়ে ধরো তুমি, একটুখানি আলগা হলেই সুতো।।
অনেক বারই রেলিং ঘেঁষে এসে, ভোর হয়েছে,
সামলে গেছি দুজন..
ঠিক সময়ে প্যারাসুটের মত, তোমার মত,   আগলে রাখে ক'জন??

আমি ও জানি, অনেক পাথর বুকে, সব ঝড়নাই খিলখিলিয়ে ওঠে..
তারাই শুধু ভয় পেয়ে যায় রাতে, যার সকালে তোর মতো কেউ জোটে।।
রাতদুপুরে ব্যথা চেনাও তুমি, গল্প শোনাও তবু কিংবা যদির..
কিছু পাথর গড়িয়ে গেলে হঠাৎ, একটু বুঝো, কষ্ট বাড়ে নদীর।।

আমরা দুজন অনেক গল্প লোকাই, বোঝাই আমরা অনেক খানি সুখে..
শুধু আমরা পোশাক বিহীন হলে, দু ফোঁটা জল গড়িয়ে আসে পরষ্পরের বুকে।।
সবহারাদের ওই টুকুই তো পাওয়া, নাই বা ছুঁলাম চাঁদ কিংবা সূর্য..
এটাই শুধু বলার ছিল তোমায়,
ভালোবাসতে সাহস লাগে, আগলে রাখতে আরেট্টু ধৈর্য্য।।








Comments

Post a Comment

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ