সহস্র রাত, সহস্র শীত 🍁

এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও,
গোলাপ কাটা আটকে থাকে, খোপার ভাজেই।
তেমনি ভাবেই, হাজার শরীর ডিঙিয়ে এসেও,
গোপন কোনো স্বপ্ন থাকে, পুরনো এক বুকের খাজেই।।

এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও,
মফস্বলের সন্ধে নামে, মর্জিমাফিক চায়ের ঠেকে,
অনেক সকাল পেরিয়ে এসেও, গভীর রাতে,
একলা মেয়ে, শীতপোশাকে, ভাঙা প্রেমের গন্ধ শোকে।।

এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও,
কাঁদছো তুমি চিলেকোঠায়, ফোন আসেনি ।
অনেক পাহাড় ডিঙিয়ে আসা, সব হারানো, দিদার কাছে, আজ ও নাকি,
ভালোবাসার কাছে ফেরার ডাক আসেনি।।

এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও,
আজও তুমি, একটা চিঠিই লুকিয়ে পড়ো,
যেমন ভাবে, আজ ও তুমি অনেক শীতেও
নীলচে হলুদ মাফলার টাই জড়িয়ে ধরো।।

এমনিভাবেই সহস্র দিন পেরিয়ে এসেও,
যেই ছেলেটা তোমার জন্য শীত আগলাবে, মুঠোয় ক্রিমের কৌটো রেখে,
তার জন্যই দিন খোয়ানো, বিকেল বেলার ব্যালকনিতে,
তোমার কলম থাকবে জেগে।।


এমনিভাবেই পেরিয়ে যাবে সহস্র দিন, সহস্র রাত,
এমনি ভাবেই শীত চাদরে, লুকিয়ে যাবে শহরতলি।।
এমনি ভাবেই স্কার্ফ পেচানো একটা মেয়ে, অপেক্ষাতে থাকবে বসে, গলির মোড়ে
সহস্র রাত, সহস্র শীত।।।



Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ