সংক্রামক



তোমায় না পাওয়াটা দিন দিন একটা সংক্রামক ব্যাধির মত, আমার ভেতর চেপে বসছে জানো?

এই যেমন, শীতের কোনো এক রবিবারের মাঝ সকালে, উত্তর কলকাতার কোনো পুরোনো বাড়ির রং চটা জানলায় লেগে থাকা আলসেমির মত সংক্রামক।।

কিংবা,ওই চৌ মাথার মোড়ের খ্যাপা পাগলটার চক দিয়ে সজোরে রাস্তার ওপর ১টা এগরোল আর দুটো ডিমভাত লিখে দেওয়ার অজানা কারণের মত সংক্রামক।।

কোনো দিন ছুঁতে পারবোনা এমন কোনো প্রেমিকার, ঠোঁটকাঠির রং লেগে থাকা কাপে অবাঞ্চিত চুমুক দিয়ে ফেলার ইচ্ছার মত সংক্রামক।।

কর্পোরেটের ইট কাঠ রাজনীতিতে আটকে যাওয়া কোনো এক প্রেমিকের, সব হারিয়ে যাওয়ার ভয়ের মাঝখানে, রাধাচূড়া বিছানো ট্রাম লাইন ধরে এগিয়ে আসা ট্রামের প্রলেপের মত সংক্রামক।।

ঝড়ে যাওয়া পাতা, শিতেল বৃষ্টিতে নিজের ছাদে লেপ্টে, গড়িয়া হাট মোড়ে যে হলুদ ট্যাক্সি টা রোজ দাঁড়িয়ে থাকে, বসন্ত আসবে বলে, সেই ভেজা অপেক্ষার মত সংক্রামক।।

এইভাবে রোজ তিল তিল করে আমার দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ে তোমায় না পাওয়ারা।
তোমায় পাওয়া আর না পাওয়ার মাঝখানের অদৃশ্য সেতু টা, হওয়ায় দুলতে থাকে, সংক্রামক পশ্চিমি ঝঞ্ঝার মতো।।

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর