বছর পঁচিশ পর
দেখতে দেখতে পঁচিশটা বছর পাড়, কাঁচা পাকা চুলেও তোমায় দিব্যি মানায়; আজ ও তোমায় স্নিগ্ধ চোখে দেখি, ওই যে যখন বোতাম লাগাই জামায়।। উফফ, নিজের চুলে যেন কতই কালো, বলি; বয়েস টা কি দিব্যি ভুলে গেলে? আমার থেকে তিনটে বছর বেশি; মিঠাইকে সব বলবো , সময় পেলে।। আজ ও তুমি এক ই আছো বলো? জড়িয়ে রাখো, ঝগড়া বিবাদ ভুলে; এইত্ত দেখ, এপ্রিল মাস এলেই, ফুল গুজে দাও, খোপায় কিংবা চুলে।। তুমিও বা সেই বদলালে আর কোথায় ? কনস্টান্ট সেই চায়ের ভাড় আর আদর, তোমার জেদ ও বদলালো আর কবে? ভিক্টোরিয়ায় একটু দেখেই, এক করলে চাদর।। এইত্ত ছাদে ভিক্টোরিয়ার বেঞ্চ পেতেছি দেখো ভেলপুরি টা আমিও ভালোই মাখি, বসবে নাকি, পাশ ঘেঁষে, ফুল নিয়ে , তোমায় যে সেই হ্যাঁ, বলাটা বাকি।। তোমার তো সব দিব্যি, মনে আছে!! সেই আবদার, আরেকটা গান শোনার; সেই অভিযোগ, সময় দি না আমি; এখন এ নাও, সবটা সময় তোমার।। সেই, এখন তো সেই ফ্যান ফলোয়ার কম, ঝাড়ি মারা আর গায়ে পড়া সব মেয়ে, ঠান্ডা হাওয়া, বৃষ্টি আসবে বোধ হয়;নিচে চলো; ডিনার গোছাই, তোমার ওষুধ আছে খেয়ে।। আরেকটু প্লিজ, এই রাগ টা বড্ড চেনা আমার, আজ ও তুমি সেই বছর পঁচিশ আগেই, রাগটাকেও যত্