Posts

Showing posts from April, 2020

বছর পঁচিশ পর

Image
দেখতে দেখতে পঁচিশটা বছর পাড়, কাঁচা পাকা চুলেও তোমায় দিব্যি মানায়; আজ ও তোমায় স্নিগ্ধ চোখে দেখি, ওই যে যখন বোতাম লাগাই জামায়।। উফফ, নিজের চুলে যেন কতই কালো, বলি; বয়েস টা কি দিব্যি ভুলে গেলে? আমার থেকে তিনটে বছর বেশি; মিঠাইকে সব বলবো , সময় পেলে।। আজ ও তুমি এক ই আছো বলো? জড়িয়ে রাখো, ঝগড়া বিবাদ ভুলে; এইত্ত দেখ, এপ্রিল মাস এলেই, ফুল গুজে দাও, খোপায় কিংবা চুলে।। তুমিও বা সেই বদলালে আর কোথায় ? কনস্টান্ট সেই চায়ের ভাড় আর আদর, তোমার জেদ ও বদলালো আর কবে? ভিক্টোরিয়ায় একটু দেখেই, এক করলে চাদর।। এইত্ত  ছাদে ভিক্টোরিয়ার বেঞ্চ পেতেছি দেখো ভেলপুরি টা আমিও ভালোই মাখি, বসবে নাকি, পাশ ঘেঁষে, ফুল নিয়ে , তোমায় যে সেই হ্যাঁ, বলাটা বাকি।। তোমার তো সব দিব্যি, মনে আছে!! সেই আবদার, আরেকটা গান শোনার; সেই অভিযোগ, সময় দি না আমি; এখন এ নাও, সবটা সময় তোমার।। সেই, এখন তো সেই ফ্যান ফলোয়ার কম, ঝাড়ি মারা আর গায়ে পড়া সব মেয়ে, ঠান্ডা হাওয়া, বৃষ্টি আসবে বোধ হয়;নিচে চলো; ডিনার গোছাই, তোমার ওষুধ আছে খেয়ে।। আরেকটু প্লিজ, এই রাগ টা বড্ড চেনা আমার, আজ ও তুমি সেই বছর পঁচিশ আগেই, রাগটাকেও যত্

আইসোলেটেড এপিসোডস_১১

Image
- কাল ঘর ঝাড়তে গিয়ে তোর পিংপং বলের ব্যাগ টা পেলাম বুঝলি?? -তাই নাকি?? 😍 আর আমি আজ সেই ইনডোর ব্যাডমিন্টন সেট টা পেলাম.... - সেই যেটায় তুই শুধু হারতিস?? - মোটেই না, আজ সন্ধেয় ওই ছেলে খেদানো মায়ের পুরোনো সিরিয়াল টা বাদ দিয়ে একবার বসো না দিকি, কে কাকে হারায়।। 🙄😏 -আচ্ছা বেশ।।

আইসোলেটেড এপিসোডস_১০

Image
- মা , সুপ দিয়ে পাস্তা হয়,??? - আমি পাস্তার পা ও জানিনা, তুই খেতে পারলেই হয়, - (বানানোর পর) হ্যাঁ গো, ভালোই খেতে, আর এই দ্যাখো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ও আছে, তারমানে আলবৎ হয়👌 - 🙄

কথা ছিল

Image
কথা ছিল, সব যুদ্ধ শেষে তুমি ঠিক ফিরে আসবে, বোগেনভিলিয়া হবে আমাদের বাড়ির সামনের গ্রীলটায়, সেবার পুজোয় যে হাত ধরা, আর ফুচকা খাওয়া বাকি থেকে গেছিলো, ওটাও নাকি হবে; কথা ছিল, ছাদের রেলিংয়ে চন্দ্রমল্লিকা, একসাথে সন্ধ্যের চা, তোমার ট্রাভেল পাস এ পাহাড়, আর সপ্তাহান্তে সমুদ্দুর,  আমি থাকলে উদাসীন কোনো পাহাড়ের খাজ বা নদীর পাশেও মানিয়ে নিতে পারবে, বলেছিলে; আমার কবিতারা তোমার বড্ড প্রিয় ছিল, আজ ও আছে, তাইতো ফিরে এসে ওদেরই খুঁজেছিলে আগে, তোমার গিটার; ওটাও আর শোনা হলোনা, কোনো একলা নগ্ন দুপুরে।। তুমি ফিরেছিলে ; কিন্তু, অপেক্ষা, এই শব্দটা কোনোদিন আত্মস্থ হলনা আমার, আমি পারলামনা, শুধু থরে থরে কবিতা লিখে, দাঁড়িয়ে থাকতে; শুধু তোমার জন্য।। আজ আর ভালোবাসা আসে না আমার, লেখাও আসেনা; দু চার লাইন এর প্রেম আসে, সে দিন লুকিয়ে না চলে গিয়ে, সামনে এসে দাঁড়াতে পারতে, ওর সাথে আলাপ করাতাম; যে প্রেম অপেক্ষা করতে দিলোনা, যে প্রেম কবিতা লিখতে দিলোনা, কথা রাখতে দিলো না।।

আইসোলেটেড এপিসোডস_৯

Image
তোমায় বড্ড মিস করছি, জানো?? জানতাম তোমায় ভালোবাসি, কিন্তু কোনোদিন গভীরতা মাপতে যাইনি, আজ এই বন্দি অবস্থায় তোমার জন্য বড্ডো অস্থির লাগছে, আমায় মনে পড়ছে তোমার একবার ও?? অফিসের নিয়মানুবর্তিতা ভেঙে মাঝে মাঝে তোমার ফুটপাথ ঘেঁষে দাঁড়াই, ব্যস্ত তুমি, লাল নীল কালো সবুজ গাড়িগুলো, আর একের পর এক চোখের সামনে থেকে মুছে যায় নাম্বার প্লেটগুলো, আমি অনেকটা সময় মুগ্ধ হয়ে তাই দেখি, তোমার হাওয়ায় নাকি অনেক পলিউশন, মন ভরে তাই শুষে নি অনেকক্ষন। অনেকদিন মার সাথে ঝগড়াঝাটি করে, কাউকে কিছু না জানিয়ে তোমার ই কোনো এক স্নিগ্ধ কোনে চুপ করে বসে, তোমায় সব গল্প বলেছি, কখনো কখনো তুমি শান্ত ও করেছ আমায়। মার সাথে ওই কেনাকাটার, সিনেমা দেখার দিন গুলোয় মনে করিয়ে দিয়েছ, দ্যাখ তোকে মা কত্ত ভালোবাসে। ট্রামলাইন বেয়ে সেই কলেজের বাউন্ডুলে পনা, লঞ্চ চেপে হাওড়া ব্রিজের নীচের প্রাচীনতা মাপা,  কলেজ বান্ক, প্রথম সিগারেট কিংবা প্রথম ঝাড়ি, হেদুয়ার গলি, বাগবাজারের ঘাট, সন্ধ্যা তারায় পড়ে আসা বিকেলে এক কাপ কফি, কফি হাউসের অকারণ আড্ডা, ইউনিভার্সিটি, কলেজসট্রিট... তোমার শ্রাবনের বৃষ্টি, আরো অনেক গোপন, যা কাউকে ক

আইসোলেটেড এপিসোডস_৮

Image
ছাদের কার্নিশে বসে চা ,চানাচুর, আইপডে "আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতিরাত গুমড়ে কাঁদে", পুব আকাশে গোলাপি আভার চাঁদ, মনের ভেতর একটা নিশ্চুপ আহা!! খুব শিগগির কোনো একদিন বাড়ি ফেরার ভিড়ে ঠাসা ট্রেন এ দাঁড়িয়ে, ঠিক মনে পড়বে এই সন্ধে গুলো, মন ভালো হবে।

আইসোলেটেড এপিসোডস_৭

Image
The sky & my playlist ১. তোমাকে চাই ২. তুমি আসবে বলেই ৩. আমার ভিনদেশি তারা ৪. কে প্রথম ৫. তুমি সন্ধ্যার ও মেঘমালা ৬. তুমি রবে নীরবে ৭. যাও পাখি বল ৮. ফেরারি মন ৯. নীলাঞ্জনা ১০. আজ ঠোঁটের কোলাজ তারপরেও না হলে we shall over come!! আর মাঝে মাঝে  hand wash!!