বছর পঁচিশ পর
দেখতে দেখতে পঁচিশটা বছর পাড়,
কাঁচা পাকা চুলেও তোমায় দিব্যি মানায়;
আজ ও তোমায় স্নিগ্ধ চোখে দেখি,
ওই যে যখন বোতাম লাগাই জামায়।।
উফফ, নিজের চুলে যেন কতই কালো,
বলি; বয়েস টা কি দিব্যি ভুলে গেলে?
আমার থেকে তিনটে বছর বেশি;
মিঠাইকে সব বলবো , সময় পেলে।।
আজ ও তুমি এক ই আছো বলো?
জড়িয়ে রাখো, ঝগড়া বিবাদ ভুলে;
এইত্ত দেখ, এপ্রিল মাস এলেই,
ফুল গুজে দাও, খোপায় কিংবা চুলে।।
তুমিও বা সেই বদলালে আর কোথায় ?
কনস্টান্ট সেই চায়ের ভাড় আর আদর,
তোমার জেদ ও বদলালো আর কবে?
ভিক্টোরিয়ায় একটু দেখেই, এক করলে চাদর।।
এইত্ত ছাদে ভিক্টোরিয়ার বেঞ্চ পেতেছি দেখো
ভেলপুরি টা আমিও ভালোই মাখি,
বসবে নাকি, পাশ ঘেঁষে, ফুল নিয়ে ,
তোমায় যে সেই হ্যাঁ, বলাটা বাকি।।
তোমার তো সব দিব্যি, মনে আছে!!
সেই আবদার, আরেকটা গান শোনার;
সেই অভিযোগ, সময় দি না আমি;
এখন এ নাও, সবটা সময় তোমার।।
সেই, এখন তো সেই ফ্যান ফলোয়ার কম,
ঝাড়ি মারা আর গায়ে পড়া সব মেয়ে,
ঠান্ডা হাওয়া, বৃষ্টি আসবে বোধ হয়;নিচে চলো;
ডিনার গোছাই, তোমার ওষুধ আছে খেয়ে।।
আরেকটু প্লিজ, এই রাগ টা বড্ড চেনা আমার,
আজ ও তুমি সেই বছর পঁচিশ আগেই,
রাগটাকেও যত্ন দিয়ে সাজাও, কেমন করে?
বৃষ্টি আসুক, ভিজবো না হয় আবার, পৌঁছে যাব, বছর পঁচিশ আগেই।।
ঢের হয়েছে, চূড়ান্ত সেই রোমান্স, নিচে চলো,
মনে আছে, মিঠাই এর এই একুশ বছর হল?
ও যদি এই তোমার, এই রূপ টা দেখে;
কি না কি তা , ভাববে তুমি বল!!
আজকে বরং ওসব কথা থাকুক,
তোমার চুলের, গন্ধে বরং ভাসি,
তার চেয়ে চলো একসাথে আজ লিখি;
একসাথে নয়, আলকোচে ভালোবাসি।।
কাঁচা পাকা চুলেও তোমায় দিব্যি মানায়;
আজ ও তোমায় স্নিগ্ধ চোখে দেখি,
ওই যে যখন বোতাম লাগাই জামায়।।
উফফ, নিজের চুলে যেন কতই কালো,
বলি; বয়েস টা কি দিব্যি ভুলে গেলে?
আমার থেকে তিনটে বছর বেশি;
মিঠাইকে সব বলবো , সময় পেলে।।
আজ ও তুমি এক ই আছো বলো?
জড়িয়ে রাখো, ঝগড়া বিবাদ ভুলে;
এইত্ত দেখ, এপ্রিল মাস এলেই,
ফুল গুজে দাও, খোপায় কিংবা চুলে।।
তুমিও বা সেই বদলালে আর কোথায় ?
কনস্টান্ট সেই চায়ের ভাড় আর আদর,
তোমার জেদ ও বদলালো আর কবে?
ভিক্টোরিয়ায় একটু দেখেই, এক করলে চাদর।।
এইত্ত ছাদে ভিক্টোরিয়ার বেঞ্চ পেতেছি দেখো
ভেলপুরি টা আমিও ভালোই মাখি,
বসবে নাকি, পাশ ঘেঁষে, ফুল নিয়ে ,
তোমায় যে সেই হ্যাঁ, বলাটা বাকি।।
তোমার তো সব দিব্যি, মনে আছে!!
সেই আবদার, আরেকটা গান শোনার;
সেই অভিযোগ, সময় দি না আমি;
এখন এ নাও, সবটা সময় তোমার।।
সেই, এখন তো সেই ফ্যান ফলোয়ার কম,
ঝাড়ি মারা আর গায়ে পড়া সব মেয়ে,
ঠান্ডা হাওয়া, বৃষ্টি আসবে বোধ হয়;নিচে চলো;
ডিনার গোছাই, তোমার ওষুধ আছে খেয়ে।।
আরেকটু প্লিজ, এই রাগ টা বড্ড চেনা আমার,
আজ ও তুমি সেই বছর পঁচিশ আগেই,
রাগটাকেও যত্ন দিয়ে সাজাও, কেমন করে?
বৃষ্টি আসুক, ভিজবো না হয় আবার, পৌঁছে যাব, বছর পঁচিশ আগেই।।
ঢের হয়েছে, চূড়ান্ত সেই রোমান্স, নিচে চলো,
মনে আছে, মিঠাই এর এই একুশ বছর হল?
ও যদি এই তোমার, এই রূপ টা দেখে;
কি না কি তা , ভাববে তুমি বল!!
আজকে বরং ওসব কথা থাকুক,
তোমার চুলের, গন্ধে বরং ভাসি,
তার চেয়ে চলো একসাথে আজ লিখি;
একসাথে নয়, আলকোচে ভালোবাসি।।
Comments
Post a Comment