আইসোলেটেড এপিসোডস_৯





তোমায় বড্ড মিস করছি, জানো?? জানতাম তোমায় ভালোবাসি, কিন্তু কোনোদিন গভীরতা মাপতে যাইনি, আজ এই বন্দি অবস্থায় তোমার জন্য বড্ডো অস্থির লাগছে, আমায় মনে পড়ছে তোমার একবার ও??


অফিসের নিয়মানুবর্তিতা ভেঙে মাঝে মাঝে তোমার ফুটপাথ ঘেঁষে দাঁড়াই, ব্যস্ত তুমি, লাল নীল কালো সবুজ গাড়িগুলো, আর একের পর এক চোখের সামনে থেকে মুছে যায় নাম্বার প্লেটগুলো, আমি অনেকটা সময় মুগ্ধ হয়ে তাই দেখি, তোমার হাওয়ায় নাকি অনেক পলিউশন, মন ভরে তাই শুষে নি অনেকক্ষন।


অনেকদিন মার সাথে ঝগড়াঝাটি করে, কাউকে কিছু না জানিয়ে তোমার ই কোনো এক স্নিগ্ধ কোনে চুপ করে বসে, তোমায় সব গল্প বলেছি, কখনো কখনো তুমি শান্ত ও করেছ আমায়। মার সাথে ওই কেনাকাটার, সিনেমা দেখার দিন গুলোয় মনে করিয়ে দিয়েছ, দ্যাখ তোকে মা কত্ত ভালোবাসে।


ট্রামলাইন বেয়ে সেই কলেজের বাউন্ডুলে পনা, লঞ্চ চেপে হাওড়া ব্রিজের নীচের প্রাচীনতা মাপা,  কলেজ বান্ক, প্রথম সিগারেট কিংবা প্রথম ঝাড়ি, হেদুয়ার গলি, বাগবাজারের ঘাট, সন্ধ্যা তারায় পড়ে আসা বিকেলে এক কাপ কফি, কফি হাউসের অকারণ আড্ডা, ইউনিভার্সিটি, কলেজসট্রিট... তোমার শ্রাবনের বৃষ্টি, আরো অনেক গোপন, যা কাউকে কোনোদিন ই বলা হবেনা, সবটা জানো তুমি।


এই তোমার মনে আছে?? আমার প্রথম প্রেমটা.... ?? তুমি বলছিলে এত অসহ্য রকম এডজাস্ট কেন করছি, ও তোমায় ভালোবাসতনা, তোমাকে আমার মত করে চিনলইনা কখনো হয়তো ভালোবাসতনা বলেই, তুমিও ওকে পছন্দ করতেনা, তাইতো ও চলে যাওয়ার পর আবার জীবনে ফিরতে তোমাকেই জড়িয়ে ধরেছিলাম, সেই প্রিন্সেপ এ বসে কত কেঁদেছিলাম, মনে আছে তোমার?? প্লিজ তুমিও সেরে ওঠনা একটু তাড়াতাড়ি।


বাবা চলে যাওয়ার সময় ও হসপিটালের জানলা দিয়ে তোমায় দেখা যাচ্ছিল, তোমার ব্যস্ততা, এক টুকরো হুগলি ব্রিজ, তুমি আলকোচে বলছিলে আমি সবটা পারবো, ওই কঠিন সময় এ ও তুমি পাশেই দাঁড়িয়েছিলে চুপ করে, আমিও আছি, সেরে ওঠো, তুমি ও সবটা পারবে। তোমার এই কঠিন অসুখে বড্ড ভয় হচ্ছে আমার ও, তাও তো জানানো হলোনা একবারও।


ও যখন দেরি করে দেখা করতে আসে, আমাকে তো তুমি ই সামলাও, কত বোঝাও এই এলোমেলো ছেলেটাই নাকি আমার সবটা বোঝে, সেই মসজিদের পাশের ফুটপাথটায় আমাদের প্রথম আলাপ থেকে সেই পথ হারিয়ে ঝগড়া করা শেষ দেখার দিনটা, সবটা তুমি সামলেছিলে, বলছিলে ধৈর্য রাখ, ও তোর।  তুমি ই তো সাহস দিয়েছিলে থেকে যেতে, তুমি বোধ হয় ওকে আমার থেকেও বেশি ভালোবাসো তাই না?? ওর ও অল্প মন খারাপ, ফিরে এসো না প্লিজ।


বসন্ত প্রায় চলে গ্যালো, এপ্রিল মাসের গায়ে প্রিন্সেপঘাট এর গন্ধ পাই আমি, এবার দেখা হলোনা, এই একাকীত্ব কাটিয়ে ওঠো প্লিজ, এই রাজপথ কে আলোকিত করে তোলো আবার। অনেক কথা জমে আছে, একদিন ট্রামের জানলায় বসে কথা হবে, নিয়ন আলোয় ভেজা হবে, সেরে ওঠো শহর। তোমায় বড্ড মিস করছি।।

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ