কথা ছিল

কথা ছিল, সব যুদ্ধ শেষে তুমি ঠিক ফিরে আসবে,
বোগেনভিলিয়া হবে আমাদের বাড়ির সামনের গ্রীলটায়,
সেবার পুজোয় যে হাত ধরা, আর ফুচকা খাওয়া বাকি থেকে গেছিলো,
ওটাও নাকি হবে;

কথা ছিল, ছাদের রেলিংয়ে চন্দ্রমল্লিকা, একসাথে সন্ধ্যের চা,
তোমার ট্রাভেল পাস এ পাহাড়, আর সপ্তাহান্তে সমুদ্দুর,
 আমি থাকলে উদাসীন কোনো পাহাড়ের খাজ বা নদীর পাশেও মানিয়ে নিতে পারবে,
বলেছিলে;

আমার কবিতারা তোমার বড্ড প্রিয় ছিল, আজ ও আছে,
তাইতো ফিরে এসে ওদেরই খুঁজেছিলে আগে, তোমার গিটার;
ওটাও আর শোনা হলোনা, কোনো একলা নগ্ন দুপুরে।।
তুমি ফিরেছিলে ; কিন্তু,

অপেক্ষা, এই শব্দটা কোনোদিন আত্মস্থ হলনা আমার,
আমি পারলামনা, শুধু থরে থরে কবিতা লিখে, দাঁড়িয়ে থাকতে;
শুধু তোমার জন্য।।
আজ আর ভালোবাসা আসে না আমার, লেখাও আসেনা;

দু চার লাইন এর প্রেম আসে, সে দিন লুকিয়ে না চলে গিয়ে,
সামনে এসে দাঁড়াতে পারতে, ওর সাথে আলাপ করাতাম;
যে প্রেম অপেক্ষা করতে দিলোনা, যে প্রেম কবিতা লিখতে দিলোনা,
কথা রাখতে দিলো না।।

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ