একলা বিকেল

 একলা বিকেল, কার্নিশে এক ঘুম না ভাঙা মন,

বইয়ের

তাকে ভাইব্রেশনএ তোমার মুঠোফোন,

অনিচ্ছাতেই এড়িয়ে যাবে হাজারটা রিংটোন,

এরম ভাবেই শহর জুড়ে, নিরুদ্দেশ হয় মন।।


নাম করা সব উপন্যাসের শেষের পাতায় জানো,

দু মিনিটের নীরবতা লুকিয়ে; খবর রাখো?

আজ ও তুমি এক ই ভাবে বসন্ত রং মাখো।

শেষ বিকেলের লালচে রোদে, সেই চোখেই চোখ রাখো।


বছর তিনেক পেরিয়ে এলাম তোমায় আমায় মিলে,

আজ ও ভাবি, ঝড়ের আগে কোথায় তুমি ছিলে,

মন খারাপের সব কালো রং ,মিশছে তোমার নীলে,

কালকে যখন মোমের আলোয় গোস্বামী পড়ছিলে।।


হাজার রিংটোন ডিঙিয়ে এসে, মন তোমায় খুঁজে পাক,

অনিচ্ছাতেও আগলে রেখো, এই দু জোড়া হাত।।

চিলেকোঠায় বৃষ্টি এসে, ভিজুক বই এর তাক,

অগোছালো গল্পগুলো  মলাট খুঁজে পাক।।

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর