মৃত্যু শহর
এ শহর এখন মৃত্যুশহর,
এই হাহাকারের মাঝে দাঁড়িয়ে আস্তে আস্তে নিভে আসে, বেঁচে থাকার আশা, ইচ্ছে, তাগিদ।
প্রেমিকের চোখের দিকে তাকিয়েও আশা জাগেনা এক ইঞ্চি।
বরং মিথ্যে করে দিতে ইচ্ছে হয়, সমস্ত পুরোনো গল্প,
যে সমস্ত গল্পে নায়করা এগিয়ে যায় না ফেরার দেশে, আর নায়িকারা বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে নিভে আসা আলো।
সমাজ বলে এটাই ছন্দ, নায়িকাদের ভালো রাখার তাগিদেই সমস্ত গল্পে নায়কদের চলে যাওয়াটাই গল্পের শ্রেষ্ঠ প্লট।।
সেরা গল্পের তকমা পাওয়ার পথ।
আমার সবটা উল্টে দেখতে ইচ্ছে হয়,
চোখে চোখ রেখে জানতে ইচ্ছে হয়,
নিভে যাওয়ায় আরাম? নাকি নিভে যাওয়া আলো দেখতে আরাম??
কেমন লাগে নায়কের চোখে সেই নিভে আসা আলো,
অন্ধকার, অনিশ্চিত সেই একলা দিনরাত;
মনের গভীরের কোনো অতল খাদ থেকে উত্তর আসে,
আরাম এই শহরের সেরে ওঠায়,
আরাম মহামারীর শেষে।।
আরাম নায়ক নায়িকার একসাথে নতুন সূর্য দেখায়।।
Comments
Post a Comment