যে দিনগুলোয় 💔

ক্যালেন্ডারে এমন কতগুলো দিন আসে.
যে দিনগুলোয় খুব শীত করে,
যে দিনগুলোয় হালকা আতরের গন্ধ থাকে,
যে দিনগুলোয় কোনো পূর্বাভাস ছাড়াই বৃষ্টি আসে তুমুল,
যে দিনগুলোয় হলদে পাতারা ঝড়ে পড়ে ব্যথায়,
যে দিনগুলোয় কথা রাখেনা সবচেয়ে প্রিয় জানলাটাও,
যে দিনগুলোয়, যার সাথে রাজনৈতিক টানাপোড়েন আলোচনা হতো একদিন, আজ তার জন্য ধুপ ফুল নিয়ে বাড়ি ফিরি,
যে দিনগুলোয় খুব ভোরের দিকে ঘুম ঘোরে একটা ফোন আসে,
জানতে পারি, মাঝসমুদ্রে নৌকায় জল ঢুকছে আমার,
যে দিনগুলোয় সাঁতার না জানা একটা মেয়ে হঠাৎই সাঁতার শিখে যায়,
যে দিনগুলোর গায়ে, শিকড় উপড়ানোর যন্ত্রনা জড়ানো থাকে,
যে দিনগুলো উদযাপন করতে হয়, শুধু সেদিনের কালসিটে দাগ টা ভুলতে চাইনা বলে,
যে দিনগুলোয় লিখতে বসি, আজ আর তাকে কিছু দেওয়ার নেই বলে।।

যে দিনগুলোয় "ভালো থেকো" লেখা একটা চিরকুট উড়িয়ে দি, কোনো এক না পৌঁছনোর ঠিকানায়।। 

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ