নববর্ষ 🌸
চৈত্র শেষের সন্ধে নামে বুকে,
নতুন একটা লাল গালিচা,
ছড়িয়ে পরে পূবে।।
আমপল্লবে সিঁদুররঙের ছোয়া ,
শুভ গন্ধে আর
আলোয় ভুবন ধোয়া।।
নতুন খাতায় লালচে কয়েন ছাপ,
শঙ্খ ধ্বনিতে কেটে যাক সব
পুরনো প্রাচীন শাপ।।
কবির কলমে শব্দ আসুক,
নির্ঘুমেদের ঘুম,
বৈশাখ এসে আলো করে দিক,
শত রাত, নিঃঝুম।।
Comments
Post a Comment