আগলে রাখা
তোমার বুকে আগলে থাকা, আমার প্রতি রাতের,
গন্ধ চেনে গোলাপ ফুল আর মৃত্যু পথের আতর।।
প্রথম থেকেই তোমায় আমি পাহাড় বলে ডাকি,
বেহায়া ঝড়না বুকের তিলে,আগলে রাখে যাকে।।
রবীন্দ্রনাথ,প্রিয় শহর,চা এর ভাঁড় ছোঁয়ানো ঠোঁটে,
ধূষর বিকেল, ট্রাম জানলায় রঙীন হয়ে ওঠে।।
গভীর রাতে বৃষ্টি এসে, ঝিলের বুকে তৈরি করে ক্ষত,
শব্দটা ঠিক, তোমার আমার অন্তমিলের মত।।
শীতের সকাল, ফিসফিসিয়ে, কফি কাপের কানে,
কী সব বলে, তোমার আমার আদর গুলো জানে।।
ভোর হয়েছে, সকাল হবে, অনেক টা পথ বাকি,
আগলে রেখো, যেমন করে ঝড় আগলায় পাখি।।
গন্ধ চেনে গোলাপ ফুল আর মৃত্যু পথের আতর।।
প্রথম থেকেই তোমায় আমি পাহাড় বলে ডাকি,
বেহায়া ঝড়না বুকের তিলে,আগলে রাখে যাকে।।
রবীন্দ্রনাথ,প্রিয় শহর,চা এর ভাঁড় ছোঁয়ানো ঠোঁটে,
ধূষর বিকেল, ট্রাম জানলায় রঙীন হয়ে ওঠে।।
গভীর রাতে বৃষ্টি এসে, ঝিলের বুকে তৈরি করে ক্ষত,
শব্দটা ঠিক, তোমার আমার অন্তমিলের মত।।
শীতের সকাল, ফিসফিসিয়ে, কফি কাপের কানে,
কী সব বলে, তোমার আমার আদর গুলো জানে।।
ভোর হয়েছে, সকাল হবে, অনেক টা পথ বাকি,
আগলে রেখো, যেমন করে ঝড় আগলায় পাখি।।
Comments
Post a Comment