অসমবয়েসী প্রেমিককে

তুমি তখন অষ্টাদশের গালিব,
আমার তখন একুশ ছোঁয়া রুমি।
এমনটাই যে ঘটবে সবার শেষে
দুঃস্বপ্নেও ভেবেছিলে তুমি ??

ফুরিয়ে এলো তোমার প্রেমিকারা
তুমি তখন কলেজ চায়ের ঠেকে।
আমিও শাখা ভাঙতে বসে ঘাটে,
শাড়ির আঁচল আটকে ফেলি,তোমার মৃত প্রেমের খাটে।।

তোমার বয়েস আমার বুকের খাজে,
আটকে গিয়েও, তাকায়নি আর ফিরে,
আমিও তোমায় আঁচল দিয়ে বেঁধে,
আটকে গেছি, তোমার কাঁধের তিলে।।

এমনিভাবেই রাত বেড়েছে ভোরে,
শরীর সুতোয় সেলাই করে তোমায়;
আজ ও তবু, ঝগড়া ঝাটির শেষে,
প্রথম দিনের গন্ধ তোমার জামায় ।।।






Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ