বাবাকে 🙏🏻



আকাশ থেকে তারা খসার পরে,
মাটির বুকে গভীর হয় ক্ষত,
তেমন করেই তোমার চলে যাওয়া,
আমার ভেতর উলকাপাতের মত।।

আমার মতো রাগ ছিলনা তোমার
অভিমান ও নেহাতই খুব কম ই,
তবুও এই চলে যাওয়ার মানে,
গভীর ভেবেও বুঝতে পেরেছি কই ??

বুকের ভেতর কান্না চেপে রেখে,
আগলে গেছি, তোমার আমার বিকাল।
ওই রাস্তায় হাঁটতে পারিনা আর,
যে পথ দিয়ে এগিয়েছিল বিষন্ন সেই সকাল।।

বলছে সবাই, রাখতে হবে খেয়াল
অনেকটা পথ হাঁটতে হবে আমায়,
ঘোর বর্ষায় ও কাঁধ পাবনা আমি,
হাত পাবনা, তোমার পকেট, জামায়।।

এরম করেই একলা সকাল হবে,
তোমায় ছাড়াই ঘুম আসবে রাতে।।
ঠিক কতটা একলা হবো আমি,
মাঝ রাস্তায় বলবো আমি কাকে ??

Comments

  1. kichu bolar nei. sudhu etuku e jani - mene nite para, vulte paratai jibon.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ