মুখোমুখি

তখন বোধহয় ষষ্ঠ শ্রেণী..বিকেল ফেলে সন্ধ্যে যখন আকাশ ছোঁয়া..ঠিক তখনই..আমি তখন হলদে নীলে ফ্রকের ছোঁয়ায়..বোধহয় দুটো ঝুটিও ছিল...সাদা ফিতেয় বেঁধে রাখা..তুইও তখন আমার মতই..হলদে টি-সার্ট, হাফপ্যান্টে..মুখোমুখি তুই আর আমি...
   মিউজিক নেই ব্যাগ্রাউন্ডে..এক জোড়া চোখ প্রতিযোগী..আর এক জোড়া রহস্যময়..আরো ছিল তোর ও চোখে..রবিগানের শান্ত ছোঁয়া..তবে সেদিন হয়নি খেয়াল..চোখে বোধহয় আগুন ছিল...
        খেয়াল হতে দেরী হল..তারপরে সব রাতজাগা রাত..তোর তখনও হয়নি খেয়াল..চোরাকথা রইল বাকি...
         আবার বছর দশেক পরে একই পথে তোর সামনে...
কয়েক বসন্ত পাড় হলেও..একই রকম একজোড়া চোখ...রহস্যময়..আরেক জোড়ায় আগুন এখন নেভার পথে..ফিতে নেই আর এলোচুলটা..গন্ডাখানেক গল্পে বাঁধা..সেই বসন্তে প্রবেশ নিষেধ...

ভালোই ছিল পথ না মেলা...ভালোই ছিল শেষ না হওয়া...তাই তো আজও তোকে নিয়েই হাজার বছর লিখতে পারি... :)

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর