মেঘের ফাঁকে
মন ভেঙে টুকরো হলেও..অনেক কথা বলার থাকে...
ছুঁয়ে থাকা ফুরিয়ে গেলেও..অনেক কথা শোনার থাকে..
না হোক সেটা তোর আর আমার..হয়তো সেটা অন্য কারোর..
তবুও কিছু বাকি থাকে..
শেষ যেদিনকে বলতে এলি..অন্য কিছু ভালোবাসিস...
সেদিন থেকেই ভাসতে শেখা..সেদিন থেকেই একলা চলা...
মাঝেমাঝে ক্লান্ত লাগে..অলিগলি নীরব থাকে..
আবার নতুন সকাল এসে..নতুন করে হাসতে শেখায়...
চারপাশের ব্যথার মাঝে..আমার ব্যথা ঠুনকো লাগে...
তাইতো দিনের কাজের ফাঁকে..চারপাশকে হাসতে শেখাই... :)
ছুঁয়ে থাকা ফুরিয়ে গেলেও..অনেক কথা শোনার থাকে..
না হোক সেটা তোর আর আমার..হয়তো সেটা অন্য কারোর..
তবুও কিছু বাকি থাকে..
শেষ যেদিনকে বলতে এলি..অন্য কিছু ভালোবাসিস...
সেদিন থেকেই ভাসতে শেখা..সেদিন থেকেই একলা চলা...
মাঝেমাঝে ক্লান্ত লাগে..অলিগলি নীরব থাকে..
আবার নতুন সকাল এসে..নতুন করে হাসতে শেখায়...
চারপাশের ব্যথার মাঝে..আমার ব্যথা ঠুনকো লাগে...
তাইতো দিনের কাজের ফাঁকে..চারপাশকে হাসতে শেখাই... :)
asadharon
ReplyDelete