রাতঘুমের রূপকথারা

সেদিন যখন..পড়ে আসা বিকেলের রোদ্দুর গায়ে মেখে অন্য হাতে হাত রেখেছিলাম..রাতঘুমে তোর মুখটা দেখেছিলাম আবছা...
তারপর আমার গোপন অভিসারের দিনগুলোয় রাস্তার মোড়ে তোকে দেখলেই..রং পাল্টাতো আমার সন্ধ্যেরা... চোখের কাজল তোরই নাম লিখত...
তারপর চেনা হাত অচেনা হল..জানা গল্প অজানা..সে ছেড়ে গেল..ভেজা চোখের স্বপ্নে..সেদিনও তুই এসেছিলি...
এই তো কাল...মন খারাপের ভীরে..আবার হারতে বসেছিলাম..আবার স্বপ্নে তুই..সকালে তোর চিন্তা আর কানে "কতবার ভেবেছিনু..." শুনে ঘুম ভাঙল...হেরে যাওয়া হলনা আর...
তোকে ছুঁতে চাইনা কখনো...শুধু আমার হেরে যাওয়া সময়কার রাতঘুমে এভাবেই আসতে থাক...আমি জিততে থাকব... :)

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর