নীল রং
শেষ যেদিন তোর হাতে হাত রেখেছিলাম..শহরে তখন প্রেমের মরসুম..কোথাও গোলাপের পসরা..কোথাও বা চকলেট,টেডি বিয়ার...এসবের থেকে অনেক দূরে গিয়ে...নীল রঙা খামে মোড়া একটা চিঠি উপহার চেয়েছিলাম তোর থেকে..আমার কল্পনা ছোঁয়ার ধৃষ্টতা দেখাসনি তুই..কিন্তু প্রশ্রয় দিয়েছিলি ষোলোআনা..শুনেছিলাম..সারা শহর হন্যে হয়ে নীল খাম খুঁজে পাসনি..তারপর গভীর রাতে..হোয়াটস্যাপে যে ছবিটা পাঠিয়েছিলি..ভীষণ হাসি পেয়েছিল..সাদা খামটাকে তোর ছেলেমানুষি আর স্কেচপেনে নীল করে তুলেছিলি..উপরে সযত্নে আমার নাম..ভিতরে চিঠি ছিল কী না,তুই ই জানিস...সে খাম আমার ঠিকানায় আসেনি..তার আগেই তোর ঠিকানা বদল...সমস্ত ছুঁয়ে থাকার গল্প ফুরোলো চোখের পলকে... নীল রংটা আজও প্রিয় 💙
Comments
Post a Comment