পাহাড় আর তুই
পাহাড়ের কোল ঘেষে একটা এক চিলতে ঘর..জানলার পরে যতটা চোখ যায় গভীর খাদ..অদূরে রোদ মেখে দাঁড়ায় স্বপ্নীল কাঞ্চনজঙ্ঘা...আদর মেশা পর্দা সরে মুখে এসে পড়ে নরম রোদ্দুর..ঘরের কোণে আলসেমি বাসা বাঁধে...সন্ধ্যের কুয়াশা সরিয়ে কোনো এক আলোকিত রেস্তরায় ধোঁয়া ওঠা কফি..নরম তুলতুলে মোমো..প্লেট চামচের টুংটাং...শীত সরিয়ে হাতে হাত.এরপরও দুজনের ঘড়ি জুড়ে সময় বাঁচিয়ে রেখে...সারারাত চলে গল্পগাছা..পাহাড়ের গায়ে যতখন টিমটিমে আলো জ্বলে...যতখন তারার আলো পাহাড়ের গায়ে মিশে না যায় ততক্ষণ...
Comments
Post a Comment