পাতাবাহার
পাতাবাহার ঝড়ছে বিকেল জুড়ে,
সন্ধে করে দিন ফিরছে বাড়ি;
বারান্দা তে অপেক্ষাদের বাসা,
ভাবছি আমি, আজ না এলে আড়ি।।
বিছানাতেই বইয়ের পাতা খোলা,
আলসে দুপুর, খেলছে লুকোচুরি;
মেঘচে নীলের বুকটা খানিক চিরে,
স্বপ্ন দেখছে, পেটকাটি এক ঘুড়ি।।
আজকে আমি সাজছি আবার টিপে,
কাজল টেনে তোমার মনের মতো;
মেঘলা রঙের শাড়ির আঁচল ঘিরে,
গুছিয়েছি আজ, শিউলি ছিল যত।।
আমরা শুধু তাদের দিকেই তাকাই,
ব্যস্ত স্টেশন ছাড়িয়ে যারা থাকে;
রাত্রি জেগে তাদের কথাই ভাবি,
আমার দিকে চোখ পড়েনা যাদের।।
বুকের পাশে বৃষ্টি রঙের তিলে,
যাকে ভেবে, আজ ও তুমি একা;
ভোরের আজান, মিথ্যে শোনায় এখন,
তিস্তা পাড়ে হয়নি আজ ও দেখা।।
সকাল থেকে ঝড়ছে পাতাবাহার,
আমি এখন জলপট্টি মাথায়;
কেন তুমি অমন দূরে থাকো???
আমার দিকে চোখ পড়েনা তোমার??
সন্ধে করে দিন ফিরছে বাড়ি;
বারান্দা তে অপেক্ষাদের বাসা,
ভাবছি আমি, আজ না এলে আড়ি।।
বিছানাতেই বইয়ের পাতা খোলা,
আলসে দুপুর, খেলছে লুকোচুরি;
মেঘচে নীলের বুকটা খানিক চিরে,
স্বপ্ন দেখছে, পেটকাটি এক ঘুড়ি।।
আজকে আমি সাজছি আবার টিপে,
কাজল টেনে তোমার মনের মতো;
মেঘলা রঙের শাড়ির আঁচল ঘিরে,
গুছিয়েছি আজ, শিউলি ছিল যত।।
আমরা শুধু তাদের দিকেই তাকাই,
ব্যস্ত স্টেশন ছাড়িয়ে যারা থাকে;
রাত্রি জেগে তাদের কথাই ভাবি,
আমার দিকে চোখ পড়েনা যাদের।।
বুকের পাশে বৃষ্টি রঙের তিলে,
যাকে ভেবে, আজ ও তুমি একা;
ভোরের আজান, মিথ্যে শোনায় এখন,
তিস্তা পাড়ে হয়নি আজ ও দেখা।।
সকাল থেকে ঝড়ছে পাতাবাহার,
আমি এখন জলপট্টি মাথায়;
কেন তুমি অমন দূরে থাকো???
আমার দিকে চোখ পড়েনা তোমার??
Comments
Post a Comment