নীল শিফন শাড়ি আর বিবাহবার্ষিকী


নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।
আজ ওদের বিবাহবার্ষিকী।।

তোমার কথা মনে পড়লেই, আমার দর্জিলিং এর ম্যাল মনে পড়ে,
ম্যালএর হাতল ভেঙে যাওয়া বেঞ্চটা, আর তার পেছনে এলিয়ে পড়া রাস্তা;
রাস্তাটা ধরে এগোলে, একটা ক্যামেলিয়া ফুলে সাজানো ব্যালকনি,
নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।
অপেক্ষা করছে, ঠিক ততটা অপেক্ষা,
পাহাড়ি নদীর মোহনা ছুতে ঠিক যতটা অপেক্ষা লাগে,

আজ ওদের বিবাহবার্ষিকী।।
নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।

ইটের বাঁকাচোরা রাস্তার ওপর শীতেল রোদ মেখে দাঁড়িয়ে আছে,
 কেভেন্টার্স,  গ্লেনারীস।।
সকাল থেকে, তুমুল বৃষ্টিতে এই ঘিঞ্জি শহরটাকে ভালোবাসতে চেয়েছে ওরা,
যেমন, আমি  তোমায় ভালোবাসতে চেয়েছি, মরীচিকা হয়ে।।
আমাদের ছুঁয়ে দেখা হয়নি একে অপরকে,
এলার ও হয়নি সবটা ভালোবাসা, দর্জিলিং এর জন্য পড়েছিল কিছুটা।।

নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।
আজ ওদের বিবাহবার্ষিকী।।

রক গার্ডেন এর তুমুল জলস্রোতের সামনে, এলার ঠোঁট নতজানু হতে চেয়েছিল,
একবার।।
কিন্তু অত সময় কোথায় আর।
অত অবসর কোথায় আমাদের, প্রেমিক কে লুকিয়ে তোমার গলা শোনার,
সুযোগ কোথায় আমাদের!!
সবটা সুযোগ, পাহাড়ি রাস্তার মতো নড়বড়ে,
তবু...

নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।
আজ ওদের বিবাহবার্ষিকী।।

আমি জানি, অষ্টমীর বিকেলে, সাদা রুমাল ভাঁজ করে, তুমি বাসস্ট্যান্ডে আসবে,
মিথ্যে করে আমার কানের দুলে চুল আটকালে, তুমি উদ্বিগ্ন হবে,
পৌঁছে জানাতে বলবে,
আমি এলার আধপাকা চুলের মতো নিরুত্তাপ হয়ে,
অপেক্ষা করবো, কিন্তু অন্য কারোর
হাজারটা দুর্গা পূজা কাটাব তোমায় ছাড়াই।।
কারণহীন..

নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।
আজ ওদের বিবাহবার্ষিকী।।


আমি জানি, তুমি ভুলতে পারবেনা আমায়,
খাতায় কলমে বন্ধুতা পাতিয়ে, রোজ সকালে দু লাইন লিখবে আমার জন্য,
পাহাড় দেখলে আমায় মনে পড়বে,
আপিসের পথে, আমি কোনোদিন তোমার রুমাল ওয়ালেট গুছিয়ে দেবনা।
আমি কথা রাখবোনা, কারণ আমি অন্য কারোর।।
তবু ভুলবোনা তোমায়, কারণ ও তোমার মত পাংচুয়াল হল কই??
এলা পারবে, কারণ এলারা পারে...
এলারা দার্জিলিং কে সত্যি করতে পারে, অপেক্ষা করতে পারে,
একসাথে বাঁচতে পারে,
অনেকদিন।।

নীল শিফন শাড়ির ওপর সোয়েটার চাপিয়ে দাঁড়িয়ে আছে এলা।।
আজ ওদের বিবাহবার্ষিকী।।
আজ ওদের  বেয়াল্লিশতম বিবাহবার্ষিকী।।

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ