আজ না হয়

আজ আমার শহর ভোর , বৃষ্টি খুব,
ফাইল ক্লোজ, ভাবনাতেই দিচ্ছি ডুব।।
একলা মন আটকে যাক জানলাতেই,
হাওয়ার পাল, আটকে থাক পর্দাতেই।।
আজ যেন থমকে থাক সব কলম,
ব্যাথায় যেন কাজ না দেয়, আর মলম।।
পুরোনো ছাদ, চিলেকোঠার জ্বর বাড়ুক,
আজ না হয়, হোক শরীর, মন হারুক।।
কাগজী ফুল, গ্রিলের গায়ে, খুব ভিজুক,
আজ না হয়,  আলাদিন ও জিন খুঁজুক।।
আজ না হয়, ফোন থাকুক, হোক চিঠি,
আজ না হয়, সরব হোক সব স্মৃতি।।
সিগনালেই বন্ধ থাক, ওয়াইপ মোড,
ঝাপসা কাঁচ, টাচস্ক্রিনএ রিপিট মোড।।
আজ না হয়, না থেমেই, ভীষণ জোর ট্রেন চলুক,
আজ না হয়, উত্তরে, সব প্রেমিক, হ্যাঁ বলুক।।
আজ না হয়, কম্পাস ও দিগ্বিদিক শুণ্য হোক,
আজ নাহয়,আরেকবার তোমার চোখ মেঘলা হোক।।
আজ না হয় ঠিকানা পাক নীল খাম ও,
এক পেয়ালায়, চুমুক দিয়ে, মস্তানি হোক, ইয়ে শাম ও।।
আজ হঠাৎ তোমায় ছুঁই, পুরোনো প্রেম পড়ুক মন,
তোমার ও আজ খেয়াল হোক, কজন তোমায় ফ্রেন্ডজোন।।
আজ না হয়, রাত্রিভোর একলা হোক,চাঁদনী চাঁদ,
আজ না হয়, একলা মেয়ের রাত্রি পাক তোমার কাঁধ।।
আজ না হয় বুকের খাঁজ ,নির্ভেজাল সত্যি হোক,
তোমার পিঠ, আটকে যাক, আদরদাগ, নীলচে নখ।।
আজ না হয়, দীর্ঘ হোক, দুরত্ব প্রেম, মন জ্বলুক,
ক্যাসেট রিল, কিশোর সাব, আনমনেই গেয়ে চলুক।। -

        "हमें इंतज़ार कितना, ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना...."।।

Comments

Post a Comment

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ