cheers_বসন্ত
বসন্তটাও ঠিক সমুদ্রের মত, জানিস? কিচ্ছু নিয়ে যায়না… সুদসমেত ফেরত দেয়… বেশ কয়েক বসন্ত পর গোলাপ কাটা গুলো নরম পাপড়ি হয়ে যায়… খুব রোদ্দুরে… সেই দার্জিলিং ম্যালে পছন্দ হওয়া ছাতাটা কাছে চলে আসে… হাওয়ায় আবিরের গন্ধ… আসে
তোর প্রিয় গুলমোহর গাছটার পাশ দিয়ে যে ছবির মত রাস্তাটা চলে গেছে, আমার খুব পছন্দের রাস্তাটা… ওই পথে মিনিট তিনেক হাঁটলে আমার নতুন বাসা… বেশ ভালো বাসা বলতে পারিস… কিন্তু ঐ এক দোষ আমার… গোছাতে পারিনা… ভালো বাসায় এক দোসর আছে… সেই গোছায়… যখন সময় পায়…আমি বারান্দায় এক কোণে দাঁড়িয়ে ওকে দেখি… ধৈর্য বটে…আমার সবটা বেয়াদপি সহ্য করে… সব ধুলো জমা গল্পগুলো নতুন করে শোনায়… শুধু আমার ছেঁড়া ডায়েরীটার শব্দগুলো ছাড়া… ওটা বুঝতে পারেনা… আমিও ওসব বোঝাতে চাইনা…কয়েক বসন্তের ক্লান্তি যে… মন জুড়ে…
বাসার পাশের বোগেনভিলিয়া গাছটার নীচে জোনাকি পোকার আলোয় আমরা গল্প করি…
শেষ রাতে আবার মনে পড়ে……
বসন্ত ফেরত নেয়না…কয়েক বসন্ত পর ফিরিয়ে দেয়…
Comments
Post a Comment