অন্ত মিল
রূপকথা রঙ ক্যানভাস পেত রোজই,
আঁচড়ে মাতত নীল রঙা নেলপালিশ||
নেশাতুর চোখ হাওয়া পর্দার খোঁজে,
গোপন খেলার খোঁজ পেয়ে যেত বালিশ||
কার্নিশ জুড়ে বৃষ্টি রঙের আদর,
ভাড়ের চায়ের ব্যথা তুমি বুঝতেনা||
ওই বিছানায় হলদে পাখির চাদর,
কয়েক জন্মও ভোলাতে পারলনা||
আমার শহর অনেক গল্প লোকায়,
তুমি বলতে আস্ত ছেলেমানুষ||
যে সব কাপড় বসন্ত হাওয়ায় শোকায়,
তুমি আমি তাকে এক নামে ডাকি ফানুস||
সন্ধ্যেবেলার গোপন খেলার শেষে,
রাত্তির জেগে ধ্রুবতারা খুঁজি আমি||
রঙীন জল আর ধোয়ায় ধোয়ায় মিশে,
রাতবিরেতে অনেক ব্যস্ত তুমি||
অনেক কিছু বলার ছিল তোমায়,
খবর রাখেনি তোমার পাড়ার গলি||
তোমার ঘরের আয়নাও চেনে আমায়,
চুকেবুকে গেছে আজকে বরং চলি||
তোমার আমার পছন্দ মিলতনা,
তোমার আকাশে দুমুখো দুই শালিখ||
হাতের রেখা রূপকথা বলতনা,
শায়েরী ছাড়া খবর রাখেনি গালিব||
Comments
Post a Comment