যোগাযোগ
তোর আমার সেই প্রথম কথার শুরু, বিছানা কোণের অবাধ্য এক ভোরে...
রাতের পাশে ঘুম না আসা রাতে, মন খারাপ ও আবির হয়ে ওড়ে...
মুঠোফোনের বার্তাবাহকে হঠাৎ, টুং টাং করা কাঁচের রঙিন ছবি...
ভালোবাসা বাসি কখন কোথায় মেলায়, ইতিহাস ঘেটেও খবর পায়নি কবি...
মাপা কথা আর মেপে রাখা মন ভালোয়, দুজনেই ভাবি তুই যদি কাছে আসতিস...
কোণের রেডিও আফসোসে গেয়ে ওঠে, যদি ভুলে যেতি, কবে কাকে ভালোবাসতিস...
তোর আমাকে প্রথম ডাকার রাত্রি... গল্প কবিতা সত্যি হল .... 'আমরা ও সহযাত্রী' ।।।।
তারপরে মন বশ মানেনি ঘুমে.. মাঝরাত্রের ক্ষতয় আদর মলম..
শীত কেটেছে তোর গল্পে গানে, কিংবা হঠাৎ তোর চাদরের ওম...
কিন্তু আবার কথার পিঠে কথা, বাড়িয়েছিল গভীর গোপন ক্ষত...
ওরকমটাই হওয়ার ছিল বোধহয়, রূপকথার সেই দুয়ো রাণীর মত...
তোর আমার সেই প্রথম দেখার সকাল, প্রিয় শহর তখন বসন্ত শেষের আঁচে...
কৃষ্ণচূড়ায় ছদ্ম পাখির গানে... তোর আর আমার নিঃশ্বাস ও বড় কাছে...
তারপর আর ফেরত আসেনি ব্যথা, ভোরের আলোর গন্ধ এখন ঘ্রাণে..
এমনি ভাবেই দুপুর পেরিয়ে রাত্রি, দুরত্বটাও আজ ভালোবাসতে জানে...
তোর আর আমার নাম মেলাতে বসে, নাস্তিক মনে ও জেগে ওঠে এক ভক্তি,
খাতার শেষের গোপন মলাটে আর নয়, ভালোবাসি, তাই অকপট স্বীকারোক্তি.....!!
Comments
Post a Comment