সমান্তরাল
চাদর ঢেকে ভিজছে শহর, পাখির ঠোঁটে জলের বুক;
পুড়ছি তোমার দুরত্বতে, অথৈ জলে আমার সুখ।।
ঘড়ির কাঁটা থমকে গেছে, হয়তো তখন পাঁচটা দশ;
বজ্র, বিদ্যুৎ, বৃষ্টিপাত ও প্রেমের কাছেই মানছে বশ।।
সাতটা পাঁচের লোকাল চেপে, রোজের একই উপন্যাস;
বৃষ্টি ভিজে নতুন শোনায়, তোমার আমার দীর্ঘশ্বাস।।
চুল শুকিয়ে আয়না দেখি, চোখের কোনে জমাট জল;
অবাধ্য এই মনটা কে রোজ, নতুন কী আর শোনাই বল??
চিলেকোঠায় মোমের নীচে, গালিব রুমি পড়ছে কেউ;
অসময়ের বৃষ্টিপাতে, নতুন করে বাড়ছে ঢেউ।।
অন্ধকারে ব্যালকনিতে কাগজ ফুল ও ভিজছে চুপ;
ক্রীমের আঁচড় নখের ডগায়, ঠোঁট ছুঁইয়ে যায় কার চিবুক।।?
অন্য শহর, অন্য ছাঁদে, নতুন কিছু লিখলে আজ ??
স্বপ্নে এসো, অপেক্ষাতে, তোমায় ঘিরেই বৃষ্টি সাজ!!
পুড়ছি তোমার দুরত্বতে, অথৈ জলে আমার সুখ।।
ঘড়ির কাঁটা থমকে গেছে, হয়তো তখন পাঁচটা দশ;
বজ্র, বিদ্যুৎ, বৃষ্টিপাত ও প্রেমের কাছেই মানছে বশ।।
সাতটা পাঁচের লোকাল চেপে, রোজের একই উপন্যাস;
বৃষ্টি ভিজে নতুন শোনায়, তোমার আমার দীর্ঘশ্বাস।।
চুল শুকিয়ে আয়না দেখি, চোখের কোনে জমাট জল;
অবাধ্য এই মনটা কে রোজ, নতুন কী আর শোনাই বল??
চিলেকোঠায় মোমের নীচে, গালিব রুমি পড়ছে কেউ;
অসময়ের বৃষ্টিপাতে, নতুন করে বাড়ছে ঢেউ।।
অন্ধকারে ব্যালকনিতে কাগজ ফুল ও ভিজছে চুপ;
ক্রীমের আঁচড় নখের ডগায়, ঠোঁট ছুঁইয়ে যায় কার চিবুক।।?
অন্য শহর, অন্য ছাঁদে, নতুন কিছু লিখলে আজ ??
স্বপ্নে এসো, অপেক্ষাতে, তোমায় ঘিরেই বৃষ্টি সাজ!!
woaw...
ReplyDelete