যাকে আজ রঙ দেওয়া হলনা


আজকে বরং একটা ছেলের গল্প বলি? শুনবে বলো ?
চৌরাস্তায় চায়ের দোকান, রুটিন মাফিক।
বছর আটের একটা ছেলে ঘুমিয়েছিল, পাশবালিশে;
তারই নীচে ছোট্ট চিঠি, 'গেলাম তবে'- এ সংসারে বড্ড ট্রাফিক।।

এমনই সব গল্প শোনায়, বসন্ত দিন।।

আমিও তখন বছর পাঁচেক, বাবার মিলে বন্ধ তালা, হঠাৎ করেই;
এসব কথা হাওয়া অফিস, জানায় না তো;
সব পাতারাই উড়বে ভেবে, ঝড়ে পড়ে এমন দিনে,
কিছু পাতা মায়ের মত আটকে থাকে, শেষ অবধি, ওরাই জেতে,
তুমি ও জানো!!

এসব কথাও শোনায় বটে, বসন্ত দিন।।

এই যে তোমার আমার মাঝে, দূরত্ব দিন, দূরত্ব রাত;
পালিয়ে আমি যেতেই পারি দু চোখ মেলে,
কিন্তু আমি সেই ট্রেনেরই টিকিট কাটি, যে সব ট্রেনের শেষ স্টেশনে তোমার বাড়ি।।

বিপদ বুঝে হাত বাড়াতে সবাই পারে, হাতও পাতে অনেক কেউই,
তোমার মত বুক পাততে কজন পারে?
সেই যে সেদিন চার্চএ গিয়ে, পাঁচটা আগুন জ্বালিয়েছিলাম, মন খারাপে, সেদিন বোধ হয় গুড ফ্রাইডে,
পরের দিনই তোমার চিঠি, তুমিই বলো, জেসাস তবে মিথ্যে বলে??

তোমার আমার বাক্যালাপও অ-নিয়মমাফিক, তুমি বল একদিন ঠিক পালিয়ে যাবোই,
এ সংসারে ভাঙ্গনগুলোই রুটিনমাফিক,
আমিও জানি, একটু স্রোতের উল্টো গেলে, তোমায় পাবই।।

ভালো-বাসার ভাবনা সবাই ভাবতে পারে, ডাইরি জুড়ে অপেক্ষাদের, রিখটার স্কেলে কজন মাপে??
তোমায় আমি পাহাড় ডেকে, ঝর্ণা হয়ে বইতে পারি, তোমার গায়ে।
ঠিক তেমনি, অনেক ঝড়েও একলা ডালে, চুপটি করে টিকতে পারি, হলদে হয়েও।।

তুমি বল প্ৰেম দুঃখ বিরহতেই, তোমার আমি আটকে গেছি,
এরপরেও অঙ্ক খাতায়, ক‍্যালকুলাস আর ডেরিভেটিভ বাকি আছে;
বলছি কী  তাই, হিসেব নিকেশ তুমিই  কষো,
ওসব তোমায় ভীষণ মানায়,
আমি বরং আলতো করে তোমার গ্রিলে, বোগেনভিলিয়া বইয়ে দেব,
অনেক রাতে ক্লান্ত তোমায় গালিব, রুমি শুনিয়ে যাবো।।

আজকে আসি!!
বসন্ত দিন আগলে রেখো,
মায়ের মতো নাই বা বলি, একটু নিজের খেয়াল রেখো,
কবিতাদের ও সময় দিও।।।।❤️

Comments

Post a Comment

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর