প্রলাপ-১
হাওড়া ব্রীজ ধরে হেঁটে চলেছি আমি,
সানাই এর আওয়াজ টা মুছছে না কান থেকে।
আমি কখনো ওভাবে কাউকে হারাইনি জানো?
আমায় কেউ শান্তনা ও দেয়নি, তাই,
তবু, বেনারসীর রঙ দেখে, একলা লাগছে আজ।
কী একটা সে নেই, সে নেই সুর চারপাশে।
কেমন দেখতে হয়, ছেড়ে যাওয়াদের??
রাত দেড়টার ট্রামের মত কী?? বলবে আমায়?
তুমি ফিরতে পারবে আমার কাছে??
আমার বালিশের কাছে বোরোলিন থাকে,
আমি ঠিক সামলে নেব, শুধু এই সানাই টাকে
থামাও তুমি।।
একবার থামাও প্লিজ!!
সানাই এর আওয়াজ টা মুছছে না কান থেকে।
আমি কখনো ওভাবে কাউকে হারাইনি জানো?
আমায় কেউ শান্তনা ও দেয়নি, তাই,
তবু, বেনারসীর রঙ দেখে, একলা লাগছে আজ।
কী একটা সে নেই, সে নেই সুর চারপাশে।
কেমন দেখতে হয়, ছেড়ে যাওয়াদের??
রাত দেড়টার ট্রামের মত কী?? বলবে আমায়?
তুমি ফিরতে পারবে আমার কাছে??
আমার বালিশের কাছে বোরোলিন থাকে,
আমি ঠিক সামলে নেব, শুধু এই সানাই টাকে
থামাও তুমি।।
একবার থামাও প্লিজ!!
Comments
Post a Comment