ভো-কাট্টা 🙃

আমার শহরে দার্জিলিং এর মতো মেঘ করেছে জানো? জমাটি কুয়াশা,  শুধু  পাহাড় দেখা যাচ্ছে না, এই যা...       

 হাজার পৃষ্ঠা উল্টে আসার পর, আজও আমার মনে হয়, আমি আর তোমায় ভালবাসতে পারলাম কই, তাই তো আমার সাথে মূহুর্ত কাটানোর পর ও আমাদের খুব প্রিয় গান লিখে অন্যের ছবি টানিয়ে দাও নিজের দেয়ালে।

জানো, প্রায় বছর চোদ্দো আগে, মামাবাড়ির সামনের গলিতে অনেক ভীরের মাঝে দাঁড়িয়ে প্রথম চলে যাওয়া দেখছিলাম। চলে যাওয়ার রং সাদা আর গন্ধ টা রজনীগন্ধার মত। তারপর থেকে চলে যাওয়ার ভয় পাইনা আমি। কান্না পায়, এই যা। সে তো ট্রেন স্টেশন ছাড়লেও কেঁদে ফেলি আমি, তুমি অত ভেবোনা তার নিয়ে।পুজোর বিকেলের কফি হাউসের সামনে দাঁড়িয়ে যেমন তোমার চলে যাওয়ার ভয় পেয়েছিলাম,ওরমটা রোজ রাতে পাই আমি। ভালো রাখতে পারলাম কই??

তুমি ও চলে যেতেই পারো, কাউকে বাঁধিনা আমি, দূর থেকে বিরহ সাধনা করতেই পারি, করিও তো। প্রতিযোগিতাও পারিনা, তাই তুমি চাইলে ও তোমার বিলাসবহুল ফ্ল্যাট হতে পারবনা আমি, বড়জোর দার্জিলিং এর সেই রঙিন একচালা হতে পারি, যেখানে ২৪*৭ তোমায় বেঁধে রাখার কোনো পাহাড়াদার নেই।


সে যাই হোক, ঘুড়ি, লাটাইকে যতটা চায়, অনেক টা ওরমভাবে চাই তোমায়, তাই কয়েকটা ন্যাকা লাইন লিখে গেলাম, মুছে ফেলতেই পারো....
কিংবা ওই ভো-কাট্টা 🙃

Comments

Post a Comment

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর