বসন্তঝড়
এই যে তুমি আসবে বলে, অপেক্ষাদের গলায় দড়ির,
ফাঁসের মাঝে আটকে গেছি;
তেমন ভাবেই তুমিও আজও, ওই পাড়েতেই
দাঁড়িয়ে আছো,
কারণ তোমার কাছের থেকে, দূরে থাকার কারণ বেশী।।
এই যে তুমি আসবে বলেই চা এর ভাঁড়ে মুখ লুকিয়ে,
কাঁদছি যে খুব;
তেমন ভাবেই তুমিও আমার রুমাল ভেবে
খাতার পাতায় মুখ লুকোবে,
আর দেবে ডুব।।
এই যে তোমার মেসেজ এলেই, মায়ের কথার অবাধ্য হই,
যত্ন করে জল মোছা ঘর, ডিঙিয়ে ছুটি ফোনের কাছে;
তোমার বোধহয় ওরম করে রিং বাজেনা,
কানের কাছে হয়তো বা সেই আলতো করে গজল বাজে।।
এই যে তুমি ফিরবে ভেবেই পা বাড়িয়েই, আটকে গ্যাছ এন্টেনাতে,
ওই কারণেই আজ ও আমার টিভির পর্দা সাদা কালো।
কে আর জানে কোন সময়ে ছাদের পাশে,
কোন মেঘটা বাসবে ভালো।।
এই যে আমার শহর জুড়ে আজকে ভীষণ রোদ উঠেছে,
হাওয়া আপিস গুজব রটায়, বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের;
বাসের সিটে সেই মেয়েটার চুল উড়ছে,
যার চুলে আজ হঠাৎ করেই, গন্ধ ভাসছে তোমার কাঁধের।।
এই যে আমি বলতে গিয়েও, অনেক ব্যথা লুকিয়ে ফেলি, বুকের খাজে;
আমিও জানি ওদের তুমি বের করবেই কবর খুঁড়ে,
সেদিন আমি গুছিয়ে নেব বুকের আঁচল,
বসন্ত ঝড় থামবে বুকের, তোমার নামের হাওয়ায় উড়ে।।
Comments
Post a Comment