ঠিক সন্ধ্যে নামার আগে...



ঠিক সন্ধ্যে নামার আগে..যখন বিকেলের আকাশটা  এক বুক নীল নিয়ে দাঁড়ায়..আর নিয়ন আলো চুইয়ে এসে আলকোচে তাকে ভিজিয়ে দেয়..ঠিক তখন..একটা অদ্ভুত দৌড় শুরু হয় ঝিমলির...তার আগে অবধি সবটা স্পষ্ট থাকে..মেপে রেখে দেওয়ার আর দু চামচ বেশী হাসি দিলেই চারপাশটা হাতের মুঠোয় আটকে রাখা যায় বেশ...কিন্তু সন্ধ্যে হলেই..একটা হারিয়ে ফেলার ভয়.. স্বপ্নে দেখা একটা ছেড়ে যাওয়া...আরো ছুটতে থাকে ঝিমলি..রেড লাইট...ইয়েলো লাইট..গ্রীন হওয়ার পরও আরো অনেকটা...প্ল্যাটফর্মের ঠিক চৌকাঠে আসতেই...ট্রেনটা নিষ্ঠুর দীর্ঘশ্বাস ছেড়ে গতি বাড়ায়...ঠিক যেন সেই ফেব্রুয়ারীর... "আর ভালো লাগছে না....."-র মত...
 চোখ বুজে আসে ঝিমলির...পিছু ডাকেনা...সন্ধ্যে নেমে আসে..চারপাশের সাদা ছায়ামুখগুলো... লাল নীল অভিনয়ে মেতে ওঠে..বোর্ডে চোখ রাখে ঝিমলি..অন্য সময়..অন্য ট্রেন...

বোর্ডের ঠিক ওপরে দুটো পায়রার খুনসুটি...অঙ্ক খাতার শেষ পাতায় কাটাকুটি খেলার কথা মনে করায়..যে খেলা চলতে থাকে..আরো চলতে থাকে.. হারজিত থাকেনা..... অপেক্ষা থাকে....

ট্রেনের গতি ছুঁয়ে ফেলার..... <3

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ