একটা বৃষ্টির গল্প

আজকালকার এই স্মার্টফোনগুলো বড় বালাই...চার পাঁচ বছরের খাতেপিতে,টিকাও,পালোয়ানের মত সম্পর্কগুলোর গায়েও 'বিপদজনক সম্পর্কের' তকমা এটে দেয়..এরকমই অবস্থা কুহু আর অনিকেতের সম্পর্কের..কিছুদিন আগে ফেসবুকে কোন এক ছেলের প্রোফাইলে একটু বাড়াবাড়ি😜 কমেন্ট করে ফেলেছিল কুহু..সেই যত ঝামেলার শুরু...
অনিকেত- 'আমার জন্যে একটা লাইক..বড়জোর একটা রিয়্যাক্ট...আর অন্যের বেলায় প্রলুব্ধ কমেন্ট..!!!!!?😡'
কুহু- 'বেশ করেছি..তোর কী...??নিজে মনে হয় করিসনা কাউকে কমেন্ট.?? গোবেচারা বন্ধুত্বটাকে অবৈধভাবে প্রেম বানিয়ে নিলি...formally propose ও করলিনা...আবার বড় বড় কথা😏...'
সেই থেকে কথা নেই...আজ দুদিন হল😐

আজ সকাল থেকে মেঘ করেছে..ঝেপে এল বলে...মন খারাপ করে টিভির সামনে বসে কুহু...ভাবছে-আপদটা পাঁচ বছরের anniversary টাও গুলে মেরে দিল???😠

হঠাতি বাইরে বেলের আওয়াজ...বাইরের লনে সবুজ ঘাসের ওপর হাঁটু গেরে বসে আছে..কুহুর 'আপদ'...হাতে একরাশ লাল গোলাপ..আর কুহুর ফেভারিট চকোলেট... কুহুকে দেখেই বেসুরো গলায় গেয়ে উঠল... "তেরা মুঝসে হ্যায় পেহেলে কা নাতা কয়ি....জানে তু...ইয়া জানে না..."

কুহু হাসল...ঠিক এরমটাই তো চেয়েছিল..তবে..অনি কে তো এসব বলেনি কখনো...তবু মুখে বলল- 'আপদ'
ঝমঝমিয়ে বৃষ্টি এল....

অগত্যা...বিপদজনক সম্পর্কের তকমা ঝেড়ে..রিপেয়ারিং শুরু☺️❤️

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ