কবিতার কাছে



সেই পথটা..সেই মোড়টা..যেখানে আজও সময় থামে...
আজও আমার বিকেল শেষে তোর নামেরই সন্ধে নামে...
এমনটাই তো চলছিল বেশ..শেষ হওয়া এক গল্পের রেশ...
তবে কেন এ বসন্তে..আবির মাখা পথের-শেষ..
রূপকথা তো মিথ্যেই হয়..দুয়োরাণীরা দুখীই থাকে...
আমার ট্রেন স্টেশন ছুলে..কেন ও দুচোখ অপেক্ষাতে...?
সত্যি বলতে..অপেক্ষাটা আমিও করি..লালচে আভাও ছড়ায় গালে...
তখন বুঝি বুকের ভেতর খরার পরে..আজও কেন বৃষ্টি নামে..?
আবার ট্রেনটা চলতে থাকে...এক পংক্তি ছাড়িয়ে এসে..আরেক পংক্তি ছুঁয়ে ফেলে...
কবিতারাই ফিরিয়ে আনে..গল্পে হঠাত্ হারিয়ে গেলে... <3

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর