অন্য কোথাও
বসন্ত না কী রঙীন ভীষণ..
প্রিয় কারোর গন্ধ ছড়ায়... মনের কোণের ছোট্ট ফিঙে এদিক ওদিক লাফিয়ে বেড়ায়..
কিন্তু তাদের কেমন লাগে? যে সব গল্প শেষের পথে..কিংবা যারা এই ফুরলো..
তাদের জন্যও থাকে কিছু???
-গুলমোহরটা দাঁড়িয়ে থাকে...
কার জন্যে দাঁড়িয়ে থাকে????????
পাহাড় ঘেসে মেঘ করলে..যাদের ভীষণ একলা লাগে...
শহর যখন চুপটি করে নিয়ন আলোয় লুকিয়ে পড়ে..
অনেক দুচোখ একলা জাগে..একলা থাকার ছুতো খোঁজে..
তাদের জন্যে...??
-গুলমোহরটা দাঁড়িয়ে থাকে...
দূরে কোথাও রাতদুপুরে..শেষ ট্রেনটা হুইসল দেয়..
অলস একা দুপুর জুড়ে..একটা কোকিল ডেকেই চলে...
যারা তখন ডাইরী জুড়ে বিষণ্ণ সব গল্প বোনে..
কিংবা যারা রঙিন মোড়ক সরিয়ে ফেলে..সাদা কালোর অপেক্ষাতে...
তাদের জন্যে....??????
-গুলমোহরটা বৃষ্টি ভেজে...কার অপেক্ষায় বৃষ্টি ভেজে.....??????
fatafati
ReplyDelete