সাঝবাতিরা
<3
হতেই পারে হাত ধরিনি..পথ হাঁটিনি বহু বছর…
মনের কোণে চাঁদই ওঠে..ভোর হয়নি বহুবছর||
হতেই পারে..ট্রেন ছেড়েছে তুমি স্টেশন ছোঁয়ার আগেই…
সাঝবাতিদের জ্বালিয়ে দূরে..সুর উঠেছে ইমন রাগের||
জোনাকিরাও কথা রাখে..চাঁদ কোনোদিন পথ হারালে…
পুরনো ক্ষতও ব্যথা বাড়ায়..নতুন ক্ষত মন জড়ালে||
বসন্ত শেষ...ধূসর মাঠে..লাল হলুদ সব পাপড়ি শুয়ে…
দিনের শেষে ব্যথা কমাই..গ্যালারীতে তোর ছবি ছুঁয়ে…||❤️
হতেই পারে হাত ধরিনি..পথ হাঁটিনি বহু বছর…
মনের কোণে চাঁদই ওঠে..ভোর হয়নি বহুবছর||
হতেই পারে..ট্রেন ছেড়েছে তুমি স্টেশন ছোঁয়ার আগেই…
সাঝবাতিদের জ্বালিয়ে দূরে..সুর উঠেছে ইমন রাগের||
জোনাকিরাও কথা রাখে..চাঁদ কোনোদিন পথ হারালে…
পুরনো ক্ষতও ব্যথা বাড়ায়..নতুন ক্ষত মন জড়ালে||
বসন্ত শেষ...ধূসর মাঠে..লাল হলুদ সব পাপড়ি শুয়ে…
দিনের শেষে ব্যথা কমাই..গ্যালারীতে তোর ছবি ছুঁয়ে…||❤️
Comments
Post a Comment