শেষের দিকে

শেষ বসন্তের খোলা হাওয়ায় কালো আকাশের নীচে দাঁড়িয়েছিস কখনো???এই ধর ময়দানের ঘাসের ওপর..যেখানে দূরে দাঁড়ানো নীলচে ভিক্টোরিয়া কথা দেওয়া আর কথা না রাখার মাঝে একটা সরু রেখা আঁকে..যেখানে শব্দের শেষে হসন্ত টানার ঠিক আগেই কালি ফুরায়...

অবশ্য এসব তোর কাজ না...তোর তো দিনের শেষে একটা আস্তানা আছে...এসব বোঝে সেই মেয়েটা...যার গলার কাছের কলার বোনটা তুই পছন্দ করতি বলে..যে আজও আয়নায় দাঁড়ালে ওটাই দেখে..যে আজও তোর পছন্দের কলার টিউন লাগায়..তোর একটা ফোনের আশায়...যে আজও ছাতার নীচে অর্ধেক বৃষ্টি ভেজে...বাকি অর্ধেকটা তুই ভিজবি বলে…………………………💙

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

অলস দুপুর