নিশ্চিন্তি



শ্রাবণের ভেজা একটা বিকেল.. ট্রেনের চৌকাঠে আলকোচে হাওয়া মাখতে মাখতে ঘর বুনছিলাম...ঠোঁটে বয়ে আনাখরকুটোয়...
দশটা পাঁচটার আপিস ডিঙিয়ে এসে ঘিঞ্জি শহরের কার্নিশ ঘেষে একটা ছোট্ট আস্তানা...তুই আর আমি...ছাদের রেলিংএ পায়রা জুটি..জানলার গ্রিলে রোদ্দুরের বুনট..ছাদের দোলনায় অঘোষিত বৃষ্টি...কিছু লাল নীল আত্মীয় কিংবা অনাত্মীয়.....আপত্তি নেই ...দুবেলা পরম আস্কারায়..ওদের গায়ে একটুও মরচে পড়তে  দেবনা..দিনশেষে হলুদ,নুন কিংবা ময়দা,চালের গন্ধ লাগবে আস্তানার চিমনির গায়ে..
ভোররাতের শিশিরে শহর ভেজে...ভাবনারা অতল কিংবা অথই হয়ে ওঠে....

বাস্তব, জানি তুই আমার নস..তবু..আর কারোরও নস...এই না কত....
 নিশ্চিন্দি <3

Comments

Popular posts from this blog

Sunday_Motivation... 🌻

নববর্ষ 🌸

প্রেমিকের গন্ধ