ছেড়ে যাওয়ার গল্প
এরমই কোনো শেষ বিকেলে হাতে হাতের ছোঁয়া ছিল…
এরমই কোনো শেষ বিকেলে একলা ছাদের গল্প ছিল…
চিলেকোঠার একলা কোণে ভিনদেশী এক তারাও ছিল…
এরমই এক শেষ বিকেলে তোর আদরে ভেজার ছিল…
এরমই এক শেষ বিকেলে…………
তোর আমার কাছে ফেরার ছিল…💙
তারপর তো সবটা জানা…
চারপাশে সব ছেড়ে যাওয়ার গল্পগাছা…
তবুও আমার বইয়ের তাকে বুদ্ধু ভুতুম❤️
ছেড়ে যাওয়াও অমিত লাবণ্যেই আটকে যেত…💝
ভরসা ছিল শেষ ট্রেনটায়……………
কিন্তু সেটাও যখন শেষ বিকেলে অন্য স্টেশন……
খেয়াল হল……………ট্রেনটা তোকে নামায়নি তো😒
শেষ বিকেলে মনে হল……………
ছেড়ে যাওয়ার গল্পগুলোয় মিল নেই তো………💔
Comments
Post a Comment